শিরোনাম
মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

পিছিয়ে থাকা রিয়ালের রোমাঞ্চকর জয়

ক্রীড়া প্রতিবেদক

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ইদানীং পারফরম্যান্স আহামরি নয় রিয়াল মাদ্রিদের। বিশেষ করে ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়া স্টেডিয়ামে রিয়ালের আগের তিন ম্যাচের পারফরম্যান্স দুই হার এবং এক ড্র। এমন সমীকরণ নিয়েই পরশু রাতে মুখোমুখি হয় ভ্যালেন্সিয়ার। এবারও হারের স্বাদ পেতে বসেছিল কার্লোস অ্যানচেলোত্তির রিয়াল মাদ্রিদ। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে স্প্যানিশ জায়ান্টরা। ২-১ গোলে ভ্যালেন্সিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। আক্রমণ, পাল্টা আক্রমণে ম্যাচটি জমে উঠে। তবে প্রথমার্ধে স্বাগতিক দলের আক্রমণের ধার বেশি ছিল বলে রিয়ালকে কোণঠাসা করে ফেলে। যদিও প্রথমার্ধে কোনো গোল হয়নি। তবে শুরুটা দারুণ ছিল ভ্যালেন্সিয়ার। কিন্তু গোল পায়নি। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফ্রি কিক পায় ভ্যালেন্সিয়া। দলের উরুগুয়ান স্ট্রাইকার ম্যাক্সি গোমেসের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।

৬৫ মিনিটে ব্যবধান ১-০ করে ভ্যালেন্সিয়া। ম্যাচ ধীরে ধীরে শেষে পথে হাঁটছিল। ৮৬ মিনিটে ভাগ্যগুণে ম্যাচে সমতা আনে রিয়াল। বাঁ প্রান্ত থেকে ভিনিসিউসের শট ভ্যালেন্সিয়ার একজনের গায়ে লেগে জালে জড়ায় (১-১) লা লিগায় এখন পর্যন্ত ব্রাজিলিয়ান স্ট্রাইকারের গোল সংখ্যা ৫টি। গোলের দুই মিনিট পর সবাইকে চমকে রিয়ালকে জয় উপহার দেন দলের ফরাসি স্ট্রাইকার করিম বেনজামা। ভিনিসিউসের দারুণ ক্রসে হেড করতে চেয়েও পারেননি। তার পিঠে লেগে বল জালে প্রবেশ করে। লিগে ছন্দে থাকা বেনজামার গোল ৬। এই জয়ে রিয়ালের পয়েন্ট ৫ ম্যাচে ৪ জয় ও এক ড্রয়ে ১৩। দুইয়ে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ১১। তিন নম্বরে ভালেন্সিয়ার পয়েন্ট ১০ এবং বার্সেলোনার ৭ পয়েন্ট।

সর্বশেষ খবর