শিরোনাম
মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
হাই কোর্টের রুল

আরামবাগের বিরুদ্ধে কেন ফৌজদারি মামলা নয়

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিং ও অনলাইন বেটিং কর্মকান্ডে জড়িত থাকার ঘটনায় আরামবাগ ক্রীড়া সংঘের সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন ফৌজদারি মামলা দায়ের করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। ক্রীড়া সচিব ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এর আগে গতকাল ব্যারিস্টার সুমন এ বিষয়ে রিট দায়ের করেন।

গত ২৬ আগস্ট প্রিমিয়ার লিগে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে আরামবাগ ক্রীড়া সংঘকে দুই বছরের জন্য প্রথম বিভাগে নামিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে ক্লাবটির চার কর্মকর্তাকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করে ডিসিপ্লিনারি কমিটি। আরামবাগ ক্রীড়া সংঘের অনৈতিক কার্যকলাপের প্রমাণ পেয়েছিল এশিয়ান ফুটবল কনফেডারেশনও। এএফসির নির্দেশনা পেয়েই বাফুফে ক্লাবটির বিরুদ্ধে অধিকতর তদন্ত করে। বাফুফের পাতানো খেলা শনাক্তকরণ কমিটি সরকারের বিভিন্ন সংস্থার সহযোগিতা নিয়ে নানা তথ্য-উপাত্ত এবং ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের মোবাইল কথোপকথনের ফরেনসিক প্রতিবেদনে স্পট ফিক্সিংয়ের প্রমাণ পায়।

সর্বশেষ খবর