সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল

অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের গত আসরের দুই ফাইনালিস্ট বাংলাদেশ ও ভারত। যুব বিশ্বকাপের চলতি আসরে কোনো সম্ভাবনা নেই দুই ফাইনালিস্টের ফের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হওয়ার। কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়তে হবে যে কোনো এক দলকে। ২০২০ সালে বাংলাদেশ যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে। এবার ফাইনালে খেলতে হলে টাইগার যুবাদের হারাতে হবে ভারতীয় যুবাদের। ২৯ জানুয়ারি চতুর্থ কোয়ার্টার ফাইনালে টাইগার যুবারা নর্থ সাউন্ডে মুখোমুখি হবে গত আসরের ফাইনালিস্ট ভারতের। ২৬ জানুয়ারি প্রথম কোয়ার্টারে ইংল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ২৭ জানুয়ারি মুখোমুখি হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা এবং ২৮ জানুয়ারি পাকিস্তানের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। যুব বিশ্বকাপে টাইগার যুবাদের নেতৃত্ব দিচ্ছেন গত আসরের অভিজ্ঞতাপুষ্ট রাকিবুল হাসান।

যুবাদের বিশ্বকাপে বাংলাদেশ খেলেছে ‘এ’ গ্রুপে। প্রথম ম্যাচে ব্যাটারদের বাজে ব্যাটিংয়ে হেরে যায় ইংল্যান্ডের কাছে। প্রথমে ব্যাট করে স্কোর বোর্ডে যোগ করে মাত্র ৯৭ রান। সেটা টপকে যায় ইংলিশ যুবারা ৩ উইকটে হারিয়ে। কাপ পর্বের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পরের দুই ম্যাচে স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতকে হারাতে হতো রাকিবুল বাহিনীকে। দুই ম্যাচেই সহজ জয় তুলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে টাইগার যুবারা। স্কটিশ যুবাদের বিপক্ষে জয় পায় ৮ উইকেটে। স্কটিশ যুবাদের ১৩৬ বেঁধে জয় তুলে নেয় টাইগাররা। পরশু রাতে বৃষ্টি¯œাত ম্যাচে ‘মরু রাজ্য’ আরব আমিরাতকে হারায় ৯ উইকেটের পাহাড়সম ব্যবধানে। প্রথমে ব্যাট করে আমিরাতের সংগ্রহ ছিল ১৪৮। ১৪৯ রানের টার্গেটে ১ উইকেটে ৮৬ রান তোলার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। খেলা শুরুর পর মাহফিজুল ইসলামের অপরাজিত ৬৪ রানে ভর করে ২৪.৫ ওভারে ১ উইকেটে ১১০ রান তুললে আবারও খেলা বন্ধ হয়। ডিএল মেথডে তখন টার্গেট ছিল ৩৫ ওভারে ১০৭ রান। মাহফিজুল অপরাজিত থাকেন ৬৪ রানে। 

সর্বশেষ খবর