শুক্রবার, ২৪ জুন, ২০২২ ০০:০০ টা
ম্যারাডোনার মৃত্যু

বিচার হবে আট চিকিৎসকের!

ক্রীড়া ডেস্ক

বিচার হবে আট চিকিৎসকের!

অসুস্থ অবস্থায় বিশ্ববিখ্যাত ফুটবলার দিয়োগা ম্যারাডোনা মৃত্যুবরণ করেন। কিছুদিন পর তাঁর মৃত্যু নিয়ে প্রশ্ন উঠে। চিকিৎসকদের দায়িত্বহীনতায় এ কিংবদন্তি না ফেরার দেশে চলে গেছেন অভিযোগও উঠে। এই অভিযোগ সত্যি প্রমাণিত হওয়ায় আট চিকিৎসক বিচারের সম্মুখীন হতে পারেন। ম্যারাডোনার চিকিৎসার কোনো রকমের অবহেলা হয়েছে কিনা গত বছর ২০ জন বিশেষজ্ঞ নিয়ে একটি প্যানেল গঠন হয়। তাতে দেখা যায় দলটি ম্যারাডোনার চিকিৎসার ঘাটতি প্রমাণ পেয়েছেন। ভুল পদ্ধতিতে চিকিৎসা হয় তাও প্রমাণ মিলে। এমনকি চিকিৎসকদের যোগ্যতা নিয়েও কথা উঠেছে। যাদের ব্যাপারে বিচার শুরু হতে যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন ম্যারাডোনার নিউরো সার্জন এবং ব্যক্তিগত চিকিৎসক লিওনো ত্রাদো লুক একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং মনোবিজ্ঞানী, দুজন চিকিৎসক ও দুজন নার্স রয়েছে। অভিযুক্ত আটজন চিকিৎসকের বিরুদ্ধে আজেন্টিনার আইন অনুযায়ী বিচার হবে। সর্বোচ্চ ২৫ বছরের জেলও হতে পারে। তবে চিকিৎসকরা নিজস্ব আইনজীবী নিয়োগ করতে পারবে। তাদের বিরুদ্ধে যেসব অনিয়ম পাওয়া গেছে তা প্রমাণ দেখাতে হবে। বিষয়টি স্পর্শকাতর বলে আর্জেন্টিনা সরকারও বিষয়টি নিয়ে চিন্তিত রয়েছে। কারণ এ বিচারের রায়ের দিন আর্জেন্টিনা জুড়ে হট্টগোলের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর