সোমবার, ১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

অভিষেকে গোল করে নায়ক মানে

ক্রীড়া ডেস্ক

অভিষেকে গোল করে নায়ক মানে

লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে পাড়ি দিয়েছেন স্যাডিও মানে। নতুন ক্লাবে এসে অভিষেক ম্যাচ খেলতে নেমে গোল করার পাশাপাশি চ্যাম্পিয়নও হলেন তিনি। শনিবার গভীর রাতে জার্মান সুপারকাপে লিপজিগের মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ। লিপজিগকে ৫-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্যভারিয়ানরা। বায়ার্ন মিউনিখের পক্ষে একটি করে গোল করেন জামাল মুসিয়ালা, স্যাডিও মানে, বেনজামিন প্যাভার্ড, সার্গি জিনাবরি ও লেরয় সানে। লিপজিগের পক্ষে একটি করে গোল করেন মার্সেল, ক্রিস্টোফার ও ড্যানি ওলমো। আট গোলের লড়াইয়ে জিতে জার্মান সুপারকাপে দশম ট্রফি ঘরে তুলল বায়ার্ন মিউনিখ।

বায়ার্ন মিউনিখের জার্সিতে প্রথম গোল করে দারুণ আনন্দিত স্যাডিও মানে। সেনেগালের এই ফুটবলার বলেন, ‘বায়ার্নের হয়ে প্রথম গোল করে আমি খুব খুশি। এটা স্বপ্নের মতোই। তবে আমি আরও শিরোপা জিততে চাই বায়ার্ন মিউনিখের জার্সিতে।’ জার্মান সুপারকাপে ম্যাচের ৩১তম মিনিটে সার্গি জিনাবরির দারুণ এক পাসে গোল করেন মানে। তিনি বলেন, ‘আমরা অনুশীলনে যেমনটা করেছিলাম। ম্যাচেও তাই করেছি। সার্গি জিনাবরি আমাকে দারুণ পাস দিয়েছিল।’

সর্বশেষ খবর