শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

এক বছর সময় চেয়েছেন সিডন্স

‘সিডন্সের সঙ্গে আগেই কথা হয়েছিল সে শুধু জাতীয় দল নিয়ে কাজ করবে না। ডেভেলপমেন্টেও কাজ করবে। ওরও ইচ্ছে এ রকমই ছিল। কিন্তু এখানে আসার পর শুধু জাতীয় দলের সঙ্গেই ভ্রমণ করছে।’

ক্রীড়া প্রতিবেদক

এক বছর সময় চেয়েছেন সিডন্স

এক সময় বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ ছিলেন জেমি সিডন্স। এখন তিনি টাইগারদের কোচিং স্টাফের অন্যতম সদস্য। কাজ করছেন সাকিব, মুশফিক, তামিমদের ব্যাটিং কোচ হিসেবে। বিসিবি চাইছে অস্ট্রেলিয়ান কোচকে মূল জাতীয় দল থেকে সরিয়ে ভবিষ্যতের ব্যাটার গড়ার কাজে লাগাতে। টাইগারদের ব্যাটিং কোচও এমনটাই চাইছেন, জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সিডন্স অবশ্য পজিশন অনুযায়ী ব্যাটার তৈরির চ্যালেঞ্জ নিয়েছেন। এজন্য তিনি বিসিবি থেকে ১ বছর সময় চেয়েছেন। সিডন্স এর আগে টাইগারদের হেড কোচ ছিলেন। ২০২১ সালের ডিসেম্বরে যোগ দেন ব্যাটিং পরামর্শক হিসেবে। তখন টাইগারদের ব্যাটিং কোচ ছিলেন অ্যাশওয়েল প্রিন্স। দক্ষিণ আফ্রিকান কোচ দায়িত্ব ছেড়ে দিলে সিডন্স অটোমেটিক্যালি ব্যাটিং কোচ হন। এরপর থেকে তিনি জাতীয় দলের ক্রিকেটারদের ব্যাটিং টেকনিক নিয়ে কাজ করছেন। কয়েকদিন আগে বিসিবি সভাপতিকে সিডন্স জানিয়েছিলেন, তিনি পাওয়ার হিটিং নিয়ে কাজ করতে চান। এখন বিসিবি চাইছে জাতীয় দলের বাইরে সে যেন ডেভেলপমেন্টে কাজ করে। বিসিবি সভাপতি গতকাল বলেন, ‘সিডন্সের সঙ্গে আগেই কথা হয়েছিল সে শুধু জাতীয় দল নিয়ে কাজ করবে না। ডেভেলপমেন্টেও কাজ করবে। ওরও ইচ্ছে এ রকমই ছিল। কিন্তু এখানে আসার পর শুধু জাতীয় দলের সঙ্গেই ভ্রমণ করছে। ডেভেলপমেন্টে কাজই করতে পারছে না। জাতীয় দলের ব্যস্ততার ফাঁকে সময়ই পাচ্ছে না। সামনে সে মূলত ডেভেলপমেন্টে কাজ করবে।’ ভবিষ্যতের ক্রিকেটার তৈরির জন্য সিডন্স ১ বছর সময় চেয়েছেন বলেন বিসিবি সভাপতি, ‘বিভিন্ন বয়সী ১০-১৫-২০টি ছেলে যদি আমরা তাকে দেই, আর এইচপিতে এ রকম ছেলে আছে, ‘এ’ দল, বাংলাদেশ টাইগার্সের আছে। ওদের নিয়ে কাজ করে সে তৈরি করে দেবে। সে ১ বছর সময় চাচ্ছে। এরপর সে ব্যাটিং পজিশন ধরে ধরে আমাদের ব্যাটসম্যান দিতে পারবে।’

 

সর্বশেষ খবর