রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

নীরবে ফিরল টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের টার্গেট ছিল সুপার ফোর। টার্গেট পূরণ হয়নি। আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে গতকাল শূন্য হাতে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। একসঙ্গে রিটার্ন টিকিট না পাওয়ায় ক্রিকেটাররা ফিরেছেন ভাগে ভাগে। দেশে ফিরে মিডিয়ার মুখোমুখি হননি কেউই। অবশ্য দলের সঙ্গে ফেরেননি টাইগার অধিনায়ক। একা ফিরেছেন। ২-৩ দিনের মধ্যে ক্যারিবীয় ক্রিকেট লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজ উড়ে যাবেন সাকিব। সেখান থেকে অক্টোবরে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন। টি-২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে তিন জাতির টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। আরেক দল পাকিস্তান। এরপর অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে অংশ নেবে টাইগাররা। বর্তমান টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও গত আসরের সেমিফাইনালিস্ট ইংল্যান্ড ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে। ১৫ সেপ্টেম্বর স্কোয়াড ঘোষণার শেষ তারিখ। বাংলাদেশ এখনো দল চূড়ান্ত করেনি। টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের স্পেশাল ক্যাম্পের পর স্কোয়াড ঘোষণা করবে ক্রিকেট বোর্ড। এশিয়া কাপ শেষে দেশে ফিরে গেছেন শ্রীরাম। কোচিং স্টাফদের মধ্যে ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট আসেননি। শ্রীরামসহ অন্যরা ঢাকায় ফিরবেন ১১ সেপ্টেম্বর। ১২-১৪ সেপ্টেম্বর জাতীয় দলের বর্তমান ক্রিকেটার ও বাইরের একাধিক ক্রিকেটার নিয়ে ক্যাম্প চলবে। সেখান থেকে বিশ্বকাপের স্কোয়াড বাছাই করবেন টেকনিক্যাল কনসালটেন্ট ও অধিনায়ক। এক্ষেত্রে মুশফিকুর রহিমসহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। টিম ম্যানেজমেন্ট চাইছে জুনিয়র ও লড়াকু মেজাজের ক্রিকেটারদের নিয়ে দল গড়তে।

এশিয়া কাপে সাকিব বাহিনী প্রথম ম্যাচে হারে আফগানিস্তানের কাছে। দুই আফগান স্পিনার মুজিব-উর-রেহমান ও রশিদ খানের ঘূর্ণিতে ৭ উইকেটে ১২৭ রান করে। ৯ বল আগেই হেরে যায় ৭ উইকেটে। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে ১৮৩ রান করেও পেসারদের দুর্বল বোলিংয়ে হেরে যায়। আসরে সাবলীল ব্যাটিং করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও মাহমুদুল্লাহ রিয়াদ। প্রতিপক্ষ ব্যাটারদের উপর কোনো ধরনের প্রভাবই ফেলতে পারেননি বোলাররা। বাজে পারফর‌্যান্সের জন্য পেসারদের সমালোচনা করেছেন সাকিব, ‘ঠিক মতো বোলিং করতে না পারলে দলে জায়গা ধরে রাখা কঠিন হবে।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর