শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ফিক্সিংয়ের শাস্তি

ক্রীড়া প্রতিবেদক

পেশাদার ফুটবল লিগ থেকে অবনমন হয়েছে উত্তর বারিধারা। বাইলজ অনুযায়ী আসন্ন্ ঘরোয়া ফুটবলে তাদের চ্যাম্পিয়ন্স লিগে খেলার কথা। কিন্তু কপাল পুড়ল ক্লাবটির। এখন তাদের খেলতে হবে দ্বিতীয় বিভাগ লিগে। তবে এক নয়, দুই মৌসুমের জন্য। সেই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। কেননা টিভিএস পেশাদার লিগে উত্তর বারিধারা বিভিন্ন ম্যাচে লাইভ বেটিং, স্পট ফিক্সিং অনলাইন বেটিংয়ে জড়িত থাকার অপরাধ প্রমাণ হওয়ায় ক্লাবটিকে এত বড় শাস্তি দেওয়া হয়েছে। গতকাল  বাফুফে ডিসিপ্লিনারি কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মেজবাহ উদ্দিন। বসুন্ধরা চ্যাম্পিয়নশিপ লিগে একই অপরাধে শাস্তি দেওয়া হয়েছে কাওরান বাজার প্রগতি সংঘকে। ক্লাবটিকে ২ বছরের জন্য নামানো হয়েছে তৃতীয় বিভাগ লিগে। তাদেরকেও ১০ লাখ টাকার আর্থিক জরিমানা করা হয়েছে। অন্যদিকে উত্তর বারিধারার ৫ ও কারওয়ান বাজারের ৬ খেলোয়াড়কে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অবশ্য তারা আপিল করার সুযোগ পাবেন।

 কাওরান বাজারে ছয় ফুটবলার মো. আকরামুজ্জামান, আরিফ হাওলাদার, তারিকুল ইসলাম, হাসিবুল ইসলাম, রাকিব ও মমিনুল ইসলামকে ২ বছরের জন্য নিষিদ্ধ হয়। কাওরান বাজারের তিন কর্মকর্তা- সাবেক টিম ম্যানেজার মিজানুর রহমান, কোচ রেজাউল হক জামাল ও টিম ম্যানেজার সাদিকুর রহমানকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর