বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

তিন ফরম্যাটে দায়িত্ব নিতে রাজি নন কামিন্স

অ্যারোন ফিঞ্চ অবসর নেওয়ার পর আলোচনা শুরু গেছে, কে হচ্ছেন অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের নতুন অধিনায়ক। অনেক টেস্টে সফল অধিনায়ক প্যাট কামিন্সের কথা বলছেন। তবে টেস্ট অধিনায়ক কামিন্স নিজে রাজি নন। তিনি মনে করেন এক সঙ্গে তিন ফরম্যাটে দলকে নেতৃত্ব দেওয়া খুবই কঠিন। কামিন্সের ভাষ্য, ‘যদি সব সংস্করণে ও প্রতিটি ম্যাচে নেতৃত্ব দিতে হয়, আমার কাছে মনে হয় না এটা বাস্তবসম্মত। বিশেষ করে ফাস্ট বোলার হিসেবে আমার মনে হয়, বিশ্রামের সুযোগ রাখতে হবে।’

ফিঞ্চ ওয়ানডে না খেললেও টি-২০তে তিনিই অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন। তবে ওয়ানডে অধিনায়কত্বের তাড়াহুড়া না করে সব কিছু বুঝে-শুনে সিদ্ধান্ত নিতে বললেন কামিন্স, ‘আমি সত্যিই এনিয়ে ভাবিনি। টেস্ট দলের অধিনায়কত্ব নিয়ে আমি খুশি আছি, আমার মনে হয় না, বোর্ডের তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে।’

সর্বশেষ খবর