রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

মুশফিকের হাঁটুতে ৬ সেলাই

মুশফিকের হাঁটুতে ৬ সেলাই

অনুশীলনে ব্যথা পেয়েছেন মুশফিকুর রহিম। বাঁ পায়ের হাঁটুতে ৬ সেলাই পড়েছে। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক মুশফিক। ছিলেন ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের নিয়মিত ক্রিকেটার। কিন্তু সদ্য সমাপ্ত এশিয়া কাপের টি-২০ ফরম্যাটে ভালো খেলতে পারেননি। রান করেছেন দুই ম্যাচে মাত্র ৯। এরপর দেশে ফিরে দেশের সবচেয়ে অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার মুশফিক টি-২০ ক্রিকেটকে বিদায় বলেছেন। বাংলাদেশ ক্রিকেট দল এখন ব্যস্ত টি-২০ বিশ্বকাপ নিয়ে। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসছে ২০ ওভারের বিশ্বকাপ। তার আগে চলতি মাসে টাইগাররা দুটি টি-২০ ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতে। এরপর অক্টোবরে নিউজিল্যান্ডে খেলবে তিন জাতির টি-২০ টুর্নামেন্টে। ২৪ অক্টোবর থেকে খেলবে টি-২০ বিশ্বকাপ। টি-২০ নিয়ে টাইগাররা ব্যস্ত থাকবে বলে জাতীয় দলের সাবেক অধিনায়কের খেলা নেই। তবে ১০ অক্টোবর জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীর পক্ষে খেলবেন তিনি। ঘরোয়া মৌসুম শুরুর আগে ফিটনেসের কাজ করতে গিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমন্যাশিয়ামে পায়ে আঘাত পান। উইকেটরক্ষক ব্যাটারের বাঁ হাঁটুর নিচে বেশ কিছুটা জায়গা কেটে গেছে। আঘাত মারাত্মক না হলেও সেলাই পড়েছে। ফলে দুই সপ্তাহ মাঠের বাইরে বিশ্রামে থাকতে হবে তাকে। তবে জাতীয় ক্রিকেটে খেলতে পারেন শুরু থেকেই। সব ঠিকঠাক থাকলে নভেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে দেখা যাবে তাকে।

সর্বশেষ খবর