সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

অপেক্ষায় থাকবেন জামালরা

ক্রীড়া প্রতিবেদক

অপেক্ষায় থাকবেন জামালরা

নেপালের কাঠমান্ডু রঙ্গশালা দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ পুরুষ জাতীয় দল সাফ চ্যাম্পিয়নশিপ খেলেছে। তবে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়ে দেশে ফিরেছিল ফুটবলাররা। জামালরা না পারলেও তারা আশা করছেন মেয়েরাই এনে দেবে স্বপ্নের সেই ট্রফি। ফাইনালে আজ বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক নেপালের বিপক্ষে। জামাল ভূঁইয়ারা  ফিফা স্বীকৃত প্রীতিম্যাচ খেলতে এখন কম্বোডিয়ায় অবস্থান করছেন। ২২ সেপ্টেম্বর তাদের খেলা। কোচ হ্যাভিয়ের আজ শিষ্যদের ক্লোজ ডোর ম্যাচ খেলাবেন।

হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসে বাবার মৃত্যুতে শোকে কাতর বাংলাদেশের শিবির। তবে শোককে শক্তিতে পরিণত করতে চান কম্বোডিয়ার বিপক্ষে জয় দিয়ে। অবশ্য আজকের ভাবনায় শুধু সাবিনারা। অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘মেয়েরা সাফ জিতুক এটা আমাদের প্রত্যাশা। সুখবরের জন্য অপেক্ষায় থাকব। আমার বিশ্বাস পুরো দল যে ছন্দে আছে তাতে বাংলাদেশই চ্যাম্পিয়ন হবে।’

সর্বশেষ খবর