শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
অভিষেকেই তৃষ্ণার হ্যাটট্রিক

মেয়েদের দুরন্ত জয়

নারী এশিয়া কাপ

ক্রীড়া প্রতিবেদক

মেয়েদের দুরন্ত জয়

ওয়ানডে খেলেছেন ৫টি। শুরুর দুই ম্যাচের ছন্দ ধরে রাখতে পারেননি ওয়ানডে বিশ্বকাপে। ছিলেন উইকেটশূন্য। ছন্দ হারানোয় টিম ম্যানেজমেন্ট আস্থা রাখেননি তার উপর। বাদ পড়ে যান। তবে ছিটকে পড়েননি জাতীয় দল থেকে। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ অভিষেক হয়েছে ফারিহা তৃষ্ণার। বাঁ হাতি পেসার অভিষেক ম্যাচকে রঙিন করেছেন হ্যাটট্রিক করে। তার হ্যাটট্রিক রাঙানো ম্যাচে বাংলাদেশ ৮৮ রানে হারিয়েছে মালয়েশিয়াকে। নারী টি-২০ এশিয়া কাপে নিগার বাহিনীর এটা তিন ম্যাচে দ্বিতীয় জয়। পাকিস্তানের বিপক্ষে হারের ধাক্কা সামলে উঠার ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন ছন্দে থাকা অধিনায়ক নিগার সুলতানা ও ওপেনার মুরশেদা খাতুন। ৩৪ বলে ৬ চার ও এক ছক্কায় সাজানো ৫৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন নিগার। মুরশেদা ৫৬ রান করেছেন ৫৪ বলে ৬ চারে। ৭ দলের এশিয়া কাপে দ্বিতীয় জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে বাংলাদেশ নারী দল। টি-২০ ক্রিকেটে ফারিহার আগে বাংলাদেশের পক্ষে প্রথম হ্যাটট্রিক করেন ফাহিমা খাতুন। ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন লেগ স্পিনার ফাহিমা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর