শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
নারী এশিয়া কাপ

পাকিস্তানকে উড়িয়ে থাই মেয়েদের বাঁধভাঙা উল্লাস

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানকে উড়িয়ে থাই মেয়েদের বাঁধভাঙা উল্লাস

টি-২০ নারী এশিয়া কাপে সবচেয়ে বড় চমক উপহার দিয়েছে থাইল্যান্ড। ‘আন্ডারডগ’ থাইল্যান্ড বাজিমাত করেছে অবিশ্বাস্য এক জয়ে। পাকিস্তানকে হারিয়ে নিজেদের ক্রিকেট তথা নারী এশিয়া কাপে সোনালি কালিতে ইতিহাস লিখেছে থাই নারী ক্রিকেটাররা। গতকাল থাই নারী দল ৪ উইকেটে জিতেছে। ১ বল হাতে রেখে থাইল্যান্ডের রোমাঞ্চকর এই জয়ে সব ফোকাস টেনে নিয়েছে এশিয়া কাপ। স্মরণীয় জয়ের পর থাই মেয়েদের অভিনন্দন জানান পাকিস্তানের অধিনায়ক বিসমাহ। অবিশ্বাস্য ম্যাচ জেতায় সেমিফাইনাল খেলার সম্ভাবনা জেগেছে নাত্থাকানদের। থাইল্যান্ড ২০২০ সালে অস্ট্রেলিয়ায় ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশকেও হারিয়েছিল। চলতি আসরের প্রথম ম্যাচে অবশ্য বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরেছে। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা কাছে হারে ৪৭ রানে।

 

১. পাকিস্তানকে প্রথম হারাল থাইল্যান্ড। সিলেটে টি-২০ এশিয়া কাপে আইসিসি সহযোগী দেশটি ৪ উইকেটে হারিয়েছে বিসমাহ শরিফের পাকিস্তানকে। চানথাম খেলেন ৬১ রানের ইনিংস।

২. ২০১৮ সালের টি-২০ এশিয়া কাপে আরেক টেস্ট খেলুড়ে দেশ শ্রীলঙ্কাকেও হারিয়েছিল থাইল্যান্ড। ৪ উইকেটে জয়ের ম্যাচের নায়িকা ছিলেন ওংপাকা লিয়েপ্রাসাত ১২ রানে ৫ উইকেট নিয়ে।

৩. বাংলাদেশকেও হারিয়েছে থাইল্যান্ড নারী ক্রিকেট দল। ২০২১ সালের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশকে ডিএল মেথডে ১৬ রানে হারিয়েছিল থাই নারীরা।

সর্বশেষ খবর