শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

হলান্ডের জোড়া গোলে উড়ছে ম্যানসিটি

মেসির গোলেও রক্ষা হলো না পিএসজির

ক্রীড়া ডেস্ক

হলান্ডের জোড়া গোলে উড়ছে ম্যানসিটি
‘এফ’ গ্রুপের খেলায় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ২-১ গোলে জিতেছে শাখতারের বিপক্ষে। সেভিয়াকে ৪-১ গোলে হারানো বরুশিয়া ডর্টমুন্ড।

পেপ গার্ডিওলা যদি প্রথমার্ধে তাকে তুলে না নিতেন, তাহলে ফুটবলপ্রেমীরা হয়তো আরও একটি হ্যাটিট্রক উপভোগ করতেন। কিন্তু ম্যানচেস্টার সিটির কোচ গার্ডিওলা কোনো রিস্ক নেননি। পরের ম্যাচগুলোতে পুরোপুরি সুস্থ হলান্ডকে চান। সেজন্য পরশু রাতে চ্যাম্পিয়ন্স লিগে এফসি কোপেনহেগেনের বিপক্ষে ৫-০ গোলে জয়ী ম্যাচে হলান্ডকে পুরো সময় খেলাননি গার্ডিওলা। প্রথমার্ধেই ২ গোল করে ছন্দ ধরে রাখেন সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার। চ্যাম্পিয়ন্স লিগের ‘জি’ গ্রুপে ম্যান সিটির এটা টানা তৃতীয় জয়। দলটির বাকি গোলগুলোর দুটি করেন রিয়াদ মাহরেজ ও হুলিয়ান আলভারেস এবং অন্যটি আত্মঘাতী। আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সাবেক চ্যাম্পিয়ন চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে ‘ই’ গ্রুপের ম্যাচে এসি মিলানকে ৩-০ গোলে হারিয়েছে লা ব্লুজরা। ইংলিশ ক্লাবটির পক্ষে গোল তিনটি করেন ভেসলি ফোফানা, পিয়েরে-এমেরিক অবামেয়াং ও রিস জেমস। গ্রুপের আরেক ম্যাচে সালজবুর্গ ১-০ গোলে হারিয়েছে ডায়নাবো জাগরেবকে। ‘এইচ’ গ্রুপের খেলায় বেনিফিকার বিপক্ষে গোল করেন লিওনেল মেসি। তারপরও তার দল জিততে পারেনি প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। ১-১ গোলে ড্র করেছে বেনিফিকার সঙ্গে। ‘এফ’ গ্রুপের খেলায় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ২-১ গোলে জিতেছে শাখতার ডোনেস্ককে। সেভিয়াকে ৪-১ গোলে হারানো বরুশিয়া ডর্টমুন্ড।

সর্বশেষ খবর