শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশের যুবাদের সামনে এবার ভুটান

ক্রীড়া প্রতিবেদক

এএফসি অনূর্ধ্ব ১৭ বাছাইপর্বে বাংলাদেশ আজ ভুটানের বিপক্ষে লড়বে। সন্ধ্যা ৭টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তাফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে। বাংলাদেশ প্রথম ম্যাচে জয় পেয়েছে সিঙ্গাপুরকে হারিয়ে। ব্যবধান ২-১ হলেও যুবাদের পারফরম্যান্স সবাইকে মুগ্ধ করেছে। প্রতিপক্ষ সিঙ্গাপুরের বিপক্ষে দুটি গোলই ছিল আত্মঘাতী। তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ যে ভয়ংকর রূপ ধারণ করেছিল তাতে জয়টা সহজ হতে পারত। অবশ্য কোচ পল স্মলি বলেছেন, ব্যবধান যাই হোক দল জয় পেলে খুশি। তবে চ্যাম্পিয়ন হতে গোল ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। শক্তির বিচারে স্বাগতিকদের জয়ের সম্ভাবনা বেশি। তবে শুধু জয় নয় ব্যবধানটা বড় হওয়া দরকার। ইয়েমেন তাদের প্রথম খেলায় ৮-০ গোলে ভুটানকে হারিয়ে সুবিধাজনক অবস্থানে আছে। আজও তাদের সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের সম্ভাবনা বেশি।

৯ অক্টোবর বাংলাদেশ লড়বে ইয়েমেনের সঙ্গে। যদি দুই ম্যাচ জিতে দুই দেশ মুখোমুখি হয় তখন তা অলিখিত ফাইনালে পরিণত হবে। যারা জিতবে তারাই চ্যাম্পিয়ন। ড্র হলে গোল পার্থক্য শিরোপা নির্ধারণ হবে। সেক্ষেত্রে বাংলাদেশের যুবাদের আজ গোল উৎসবটা জরুরি হয়ে পড়েছে।

অনূর্ধ্ব-১৭ সাফে গ্রুপ পর্বে যুবারা ভালো খেললেও সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেয়। প্রায় একই খেলোয়াড়দের নিয়ে গড়া ১৭ বছর বয়সী ছেলেরা এখন ঘরের মাঠে খেলছে এশিয়া কাপ বাছাইপর্ব।

সর্বশেষ খবর