গত আড়াই বছর ধরে বিরাট কোহলিকে ঘিরেই কতই না সমালোচনার ঝড় বয়ে গেছে। ভারতীয় দলের নেতৃত্বও হারিয়েছেন। অনেকে ভেবেছিলেন কোহলির ক্যারিয়ার শেষ হতে চলেছে। আর ফর্মে ফিরতে পারবেন না। সেই কোহলিই প্রমাণ করলেন তিনি ফুরিয়ে যাননি। এশিয়া কাপে সেঞ্চুরি করে সেই আভাসই দিয়েছিলেন। টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে যে ব্যাটিং করেন তাতে মুগ্ধ বিশ্ব। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বললেন, ‘আমার বিশ্বাস ছিল কোহলি তার চেনা রূপে ফিরবে। হয়েছেও তাই। ক্যারিয়ারে তার অনেক দৃঢ়তাপূর্ণ ব্যাটিং দেখেছি। তবে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে তার গাণিতিক ব্যাটিং দেখে নিজের কাছে প্রশ্ন জেগেছে ও মানুষ না রোবট। এত চমৎকার ব্যাটিং কীভাবে করে? আমি কোহলিকে ‘এলিয়েন’ বলে ঘোষণা করলাম। অসম্ভবকে সম্ভব করাই যার কাজ।’
আকরাম বলেন, ক্রিকেটে অনেক গ্রেটদের দেখেছি। তবে বর্তমানে যদি কাউকে সেরা বা গ্রেট বলা যায় সে ক্ষেত্রে আমি শুধু কোহলির নামই বলব। আমার বিশ্বাস এবার টি-২০ বিশ্বকাপে কোহলি আরও ভয়ংকর রূপ ধারণ করবে। বিশ্বকাপটা তারই হতে পারে।’