শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

রুশো ঝড়ে লন্ডভন্ড সাকিবরা

রুশো ঝড়ে লন্ডভন্ড সাকিবরা

‘এটা আমার রোলার কোস্টার রাইড’

মাঝে দীর্ঘ ছয় বছর দক্ষিণ আফ্রিকা দলে জায়গা হয়নি মারকুটে ব্যাটসম্যান রাইলি রুশোর। বিভিন্ন দেশের সেলিব্রেটি টি-২০ টুর্নামেন্টে দাপট দেখানোর পরেও জাতীয় দলে সুযোগ পাননি। ২০১৬-২০২২ মাঝের ছয় বছরে নিজে আরও পরিপক্ব হয়েছেন। অপেক্ষায় ছিলেন কখনো না কখনো সুযোগ আসবেই। এবার সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরছেন এই প্রোটিয়া তারকা। বাংলাদেশের বিরুদ্ধে ৫৬ বলে করেছেন ১০৯ রান। এ ছাড়া বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে মাত্র ৪৮ বলে অপরাজিত সেঞ্চুরি এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৩২ বলে ৫৪ রানের আরেকটি ইনিংস আছে।  দক্ষিণ আফ্রিকার জার্সিতে  শেষ তিন ম্যাচে তার গড়  ২৬৩। যা রীতিমতো অবিশ্বাস্য। প্রোটিয়াদের জার্সিতে নিজের এ নতুন শুরু সম্পর্কে রুশো বলেন, ‘এটা  আমার রোলার কোস্টার রাইড।’

 

‘বারবার উন্নতি করার কথা বলতেও ভালো লাগে না’

সিডনি স্টেডিয়ামে খেলতে নেমে বিধ্বস্ত বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরে যায়। ব্যাটিং বোলিং দুই বিভাগেই ব্যর্থ। এমন শোচনীয় হারের পর হতাশ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, ‘বারবার উন্নতি করার কথা বলতে আমার ভালো লাগে না। টি-টোয়েন্টি ম্যাচই আসলে এমন।’

‘সিডনিতে আজ (গতকাল) উইকেট খুব ভালো ছিল। আমরা আরও অনেক ভালো ব্যাটিং করতে পারতাম। আমি ব্যক্তিগতভাবে হতাশ। কারণ, এখানে ভালো ব্যাটিংয়ের সুযোগ ছিল। এমন না যে আমরা ২০০ চেজই করে ফেলতাম। কিন্তু আমাদের অনেক ভালো শুরু ছিল। আমি নিশ্চিত সবাই প্রথম ২ ওভার দেখার পর ভেবেছেন, কিছু একটা হতে পারে।’

সিডনিতে হতাশ বাংলাদেশের সমর্থকরা

অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি বাংলাদেশি বাস করে সিডনিতে। অপেরা হাউজের এই শহরে ৬০ হাজার বাঙালি থাকে। সিডনিতে বাংলাদেশ দল প্রথমবারের মতো খেলতে যাওয়ায় উচ্ছ্বসিত ছিলেন তারা। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাকিবদের শোচনীয় হারে খুবই হতাশ সমর্থকরা। যে মাঠে আফ্রিকানরা ২০৫ রান করে সেখানে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ১০১ রানেই। প্রিয় দলের এমন পরাজয়ে ভীষণ মন খারাপ প্রবাসী বাঙালিদের।

সর্বশেষ খবর