রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

জিম্বাবুয়েকে হারালেই সেমিতে ভারত

ক্রীড়া প্রতিবেদক

গ্রুপ-১’র সেমিফাইনালের দুই দল চূড়ান্ত। রান রেটে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। সমান ৭ পয়েন্ট নিয়ে রান রেটে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আজ গ্রুপ-২’র সেমিফাইনালিস্ট চূড়ান্ত হবে। গ্রুপ থেকে সেমিফাইনালে খেলার লড়াইয়ে রয়েছে চার দল-ভারত, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও পাকিস্তান। সেমিতে খেলতে জিততে হবে চার দলকেই। জটিল সমীকরণ। জটিল সমীকরণকে সঙ্গী করে ‘হার্ট অব ক্রিকেট’ মেলবোর্নে আজ খেলতে নামছে রোহিত শর্মা, বিরাট কোহলি, আর্শদ্বীপ সিংয়ের ভারত। প্রতিপক্ষ ক্রেইগ আরভিন, সিকান্দার রাজার জিম্বাবুয়ে। রানরেটের জটিল সমীকরণকে পেছনে ফেলে সেমিতে খেলতে রোহিতদের জিততেই হবে। সকালে দক্ষিণ আফ্রিকা যদি হেরে যায় নেদাল্যান্ডসের কাছে, তাহলে ভারতকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের ফলাফলের দিকে। বাংলাদেশ ও পাকিস্তানের যে দলই জিতবে, চাপে থাকবে রোহিত বাহিনী। তখন জয়ের বিকল্প পথ থাকবে না রোহিতদের। সব মিলিয়ে ভারতকে জিততেই হবে। প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ে হয়তো পিছিয়ে। কিন্তু সুপার টুয়েলভে পাকিস্তানকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া জিম্বাবুয়েকে হালকা মেজাজে নেওয়ার কোনো কারণই নেই। দুই দলের পরিসংখ্যানের বিচারেও এগিয়ে ভারত। ৭ ম্যাচে ভারতের ৫ জয়ের বিপরীতে জিম্বাবুয়ের জয় ২টি।

সর্বশেষ খবর