বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ইতালিতে ব্রাজিলের ক্যাম্প

প্যারিস থেকে সরাসরি ইতালির তুরিনে গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন নেইমার।

ক্রীড়া ডেস্ক

ইতালিতে ব্রাজিলের ক্যাম্প

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। ২০০৬ সালেও দলটা চ্যাম্পিয়ন হয়েছে। বর্তমান ইউরো কাপেরও চ্যাম্পিয়ন তারা। যে কোনো টুর্নামেন্টে ইতালি থাকলে তাদেরকে ফেবারিটের তালিকায় উপরের দিকেই রাখতে হয়। অথচ এই দলটাই টানা দুবার বিশ্বকাপের বাইরে! সেই ইতালিতেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প শুরু করেছে। দলের অন্যরা সময়মতো পৌঁছালেও একটু দেরি হলো নেইমারের। তিনি প্যারিস থেকে সরাসরি ইতালির তুরিনে গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। ব্রাজিল এবারের বিশ্বকাপে জি গ্রুপে ক্যামেরুন, সার্বিয়া ও সুইজারল্যান্ডের সঙ্গে খেলবে। বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবেই কাতারে খেলতে নামবে ব্রাজিল। তার আগে পাঁচ দিনের অনুশীলনে দলটাকে পূর্ণ প্রস্তুত করে নিতে চান ব্রাজিলিয়ান কোচ তিতে। তবে বিশ্বকাপের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলছে না ব্রাজিল। তুরিন থেকে সরাসরি দোহায় যাবেন নেইমাররা। ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বে ২৪ নভেম্বর সার্বিয়া, ২৮ নভেম্বর সুইজারল্যান্ড এবং ২ ডিসেম্বর ক্যামেরুনের মুখোমুখি হবে।

 

সর্বশেষ খবর