শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

৯২ বছরে এই প্রথম

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ ফুটবলে ৯২ বছরের ইতিহাসে এমন ঘটনা প্রথম ঘটল। পুরুষ রেফারিরা নারী বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেছেন। এবারই প্রথম পুরুষদের বিশ্বকাপে নারী রেফারিরা ম্যাচ পরিচালনা করলেন। জার্মানি ও কোস্টারিকার ম্যাচে স্টেফানি ফ্ল্যাপার্ট বাঁশি বাজিয়ে খেলা শুরুর নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই তৈরি হলো নতুন এক ইতিহাস। আর ইতিহাসের সাক্ষী হয়ে গেল কাতারও। তাদেরই দেশে আয়োজিত বিশ্বকাপে নারী রেফারির দেখা মিলল। স্টেফানি খুব নিখুঁতভাবে ম্যাচটি পরিচালনা করেছেন। ফিফা সভাপতি ইনফান্টিনো প্রথমার্ধে ম্যাচটি উপভোগও করেন। এই ম্যাচে দুজন সহকারী রেফারিও ছিলেন নারী। ক্যারেন দিয়াজ এবং নেওয়াব্যাক দুই প্রান্ত থেকে পতাকা উঁচিয়ে অফসাইড ও ফাউল ধরেন। ইনফ্যান্টিনো বলেছেন, এখন থেকে বিশ্বকাপে নারী রেফারি থাকবে। এতে আসরের আকর্ষণও বাড়বে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর