সফরকারী দলগুলোর জন্য নিউজিল্যান্ডের কন্ডিশন বরাবরই বিভীষিকাময়। বাংলাদেশ মহিলা ক্রিকেট দল গতকাল হাড়ে হাড়ে টের পেয়েছে। নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিপক্ষে প্রথম টি-২০-তে মাত্র ৩২ রানে গুটিয়ে গেছেন নিগার সুলতানারা। যা বাংলাদেশের মহিলা ক্রিকেট ইতিহাস টি-২০-তে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। টি-২০ ক্রিকেটে সবচেয়ে কম রানের রেকর্ড মালদ্বীপের, ৬ রান, বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশের আগের সর্বনিম্ন স্কোর ৩০, পাকিস্তানের বিপক্ষে ২০১৮ সালে। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে গতকাল ক্রাইস্টচার্চে হেরেছে ১৩২ রানে।
যা নিহার বাহিনীর সবচেয়ে বড় ব্যবধানে রানের হার।
এর আগে অস্ট্রেলিয়া মহিলা দলের কাছে হেরেছিল ৮৬ রানে, ২০২০ সালে। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৪ রান করে নিউজিল্যান্ড। প্রথম ১০ ওভারে ৮১ রান এবং শেষ ১০ ওভারে ৮৩ রান তোলে স্বাগতিকরা। অধিনায়ক সোফি ডিভাইন ৩৪ বলে ৪৫ রান করেন। সুজি বেটস ৩৩ বলে ৪১, ম্যাডি গ্রিন ২৩ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। বাংলাদেশের পক্ষে জাহানারা আলম, রিতু মণি ও নাহিদা একটি করে উইকেট নেন। ১৬৫ রানের টার্গেটে ১৪.৫ ওভারে ৩২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। কোনো ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারেননি। সর্বোচ্চ রান ৬। ম্যাচসেরা তাহুহু ৪ ওভারের স্পেলে ৬ রানের খরচে নেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ১৬৪/৩, ২০ ওভার (ডিভাইন ৪৫, বেটস ৪১, অ্যামিলিয়া কার ২৭, গ্রিন ৩৬*, তাহুহু ১৩*; জাহানারা ৪-০-২৬-১, সালমা ৩-০-২৯-০, নাহিদা ৩-০-২৫-১, মেঘলা ৩-০-২৫-০, রিতু মনি ৪-০-২৮-১, ফাহিমা ১-০-১০-০, রুমানা ২-০-২০-০)।
বাংলাদেশ : ৩২/১০, ১৪.৫ ওভারে (মুর্শিদা ৩, দিলারা ২, নিগার ০, ফারজানা ৫, রুমানা ০, রিতু ৬, ফাহিমা ৫, সালমা ২, নাহিদা ২, মেঘলা ১*, জাহানারা ০। জোনাস ২.৫-১-২-২, জেস কার ২-০-৪-০, জেনসেন ৩-০-৮-৩, তাহুহু ৪-০-৬-৪, ডিভাইন ১-০-৫-০, অ্যামিলিয়া কার ২-০-৫-১)।
ফল : নিউজিল্যান্ড ১৩২ রানে জয়ী।
ম্যাচসেরা : লিয়া তাহুহু।