শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

পর্তুগাল কোরিয়া নকআউট পর্বে

জিতেও বিদায় উরুগুয়ের

ক্রীড়া প্রতিবেদক

পর্তুগাল কোরিয়া নকআউট পর্বে

খেলা শেষ। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠতে গিয়েও থমকে ছিলেন দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা। মাঠে বসে মোবাইলে স্ক্রিনে নজর রাখছিলেন উরুগুয়ে-ঘানা ম্যাচের দিকে। ম্যাচটির শেষ বাঁশি বাজতেই বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন কোরিয়ান ফুটবলাররা। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে ২-০ গোলে ম্যাচ জিতলেও কোরিয়া গোল পার্থক্যে জায়গা করে নেয় সুপার সিক্সটিনে। কোরিয়ার সমান ৪ পয়েন্ট হলেও দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা গোল পার্থক্যে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ অধ্যায় শেষ হয়েছে উরুগুয়ের দুই তারকা ফুটবলার লুইস সুয়ারেজ ও এডিসন কাভানির। ৫ ডিসেম্বর নকআউট পর্বে কোরিয়া মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল। ৬ ডিসেম্বর রোনালদোদের প্রতিপক্ষ হবে ‘জি’ গ্রুপের রানার্স আপ।

বিশ্বকাপে এশিয়ার জয়-জয়কার। ফুটবল মহাযজ্ঞে স্বাগতিক কাতারসহ এশিয়ার ছয় দল অংশ নিচ্ছে। এর মধ্যে তিন দল- অস্ট্রেলিয়া, জাপান ও কোরিয়া  শেষ ১৬ খেলবে। সৌদি আরব নকআউট পর্বে উঠতে না পারলেও হারিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনাকে। জাপান হারিয়েছে দুই বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও স্পেনকে। গতকাল কোরিয়া হারাল পর্তুগালকে। যদিও গতকাল শুরুতে গোল খেয়েছিল কোরিয়া। পরে দুই গোল করে ম্যাচ জিতে মাঠ ছাড়ে। ‘এইচ’ গ্রুপে কোরিয়ার বিপক্ষে ছয় পরিবর্তন নিয়ে খেলতে নামে পর্তুগাল। রোনালদো খেলেন বদলি খেলোয়াড় হিসেবে। পঞ্চম মিনিটে পর্তুগালকে এগিয়ে নেন রিকার্ডো হোর্তা (১-০)। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল করেন হোর্তা। কোরিয়ার পক্ষে সমতা আনেন (১-১) কিম ইয়ং গওন ২৭ মিনিটে। ৯১ মিনিটে জয়সূচক (২-১) গোলটি করেন হুয়াং হাই চেন। উরুগুয়ের পক্ষে গোল দুটি করেন ডি অ্যারাসছায়েটা ২৬ ও ৩২ মিনিটে।

সর্বশেষ খবর