মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

চ্যাম্পিয়ন হওয়াটা বসুন্ধরা কিংসের কাছে নতুন কিছু নয়। ২০১৮ সালে পেশাদার ফুটবলে আবির্ভাবের পর তারা পেশাদার লিগে হ্যাটট্রিক শিরোপার কৃতিত্ব পেয়েছে। ফেডারেশন কাপ জিতেছে দুবার। গতকালকের জয় নিয়ে স্বাধীনতা কাপও জিতল দুবার। মাত্র চার বছরে দেশের প্রথম শ্রেণির ফুটবলে সাত শিরোপা জেতা চাট্টিখানি কথা নয়। তবে এবারের মৌসুমের প্রথম ট্রফি জয়টা কিংসের জন্য স্মরণীয় হয়ে থাকবে। কেননা বাংলাদেশসহ সারাবিশ্ব বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে। এরই মধ্যে শেখ রাসেল ক্রীড়াচক্রকে ফাইনালে টাইব্রেকারে হারিয়ে অপরাজিতভাবে স্বাধীনতা কাপ জিতল। তারপর আবার বিজয়ের মাসে ট্রফি বিজয়ের উৎসব। সত্যিই এ এক অন্যরকম অনুভূতি।

গতকাল কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দেশের জনপ্রিয় দুই ক্লাব বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়াচক্র ফাইনালে মুখোমুখি। হাড্ডাহাড্ডি লড়াই হবে ম্যাচের আগে দু’দলের কোচ অস্কার ব্রুজোন ও জুলফিকার মাহমুদ বলেছিলেন। শেষ পর্যন্ত ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। অপেক্ষাকৃত শক্তিশালী দল হলেও শেখ রাসেল সমান তালে লড়েছে। তারা মেহামেডান ও আবাহনীর মতো বিখ্যাত দলকে হারিয়ে ফাইনালে উঠেছিল। সেই শেখ রাসেল শিরোপা নির্ধারণী ম্যাচে জ্বলে উঠবে এটাই স্বাভাবিক। দুর্ভাগ্য তাদের শেষ পর্যন্ত টাইব্রেকারে শিরোপার আশা শেষ হয়ে যায়।

রোমাঞ্চকর ফাইনালে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র ছিল। প্রথম মিনিটেই এগিয়ে যায় কিংস। শেখ রাসেলের অর্ধে ইয়াসিন খানের কাছ থেকে বল কেড়ে নিয়ে জালে পাঠান ব্রাজিলিয়ান মিগেল ফিগেইরা। সমতায় ফিরতে শেখ রাসেলকে দীর্ঘ অপেক্ষা করতে হয়নি। ১২ মিনিটে এম ফন উদোহ হেডে গোল করে স্কোর ১-১ করেন। ৩২ মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল। ডি-বক্সের মধ্যে এম ফনকে ফাউল করেন সাদ উদ্দিন। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে সহজে গোলরক্ষক জিকোকে পরাস্ত করেন চালর্স দিদিয়ের। বিরতির আগেই ম্যাচে ফিরে কিংস পেনাল্টি থেকে গোল করেন রবসন রবিনহো। নির্ধারিত সময়ে ড্র থাকার পর অতিরিক্ত ৩০ মিনিটেও গোল হয়নি। টাইব্রেকারে শিরোপার উৎসবে মেতে উঠে কিংস। টাইব্রেকারে প্রথম শটে গোল করতে ব্যর্থ সোহেল রানা। দ্বিতীয় শটে হেমন্ত ভিনসেন্ট সফল হলেও তৃতীয় শটে খালেকুজ্জামানকে আটকে দেন জিকো। অন্যদিকে কিংসের রবসন, ডরিয়েলটন, রেজা খান জাদেহ ও জিকো গোল করেন। ম্যাচ শেষে বিজয়ের ট্রফি নিয়ে উৎসবে মেতে উঠে টিম বসুন্ধরা কিংস। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হন কিংসের রাকিব, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান ডরিয়েলটন।

সর্বশেষ খবর