মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

এমবাপ্পে ছুটছেন উল্কা গতিতে

ক্রীড়া প্রতিবেদক

এমবাপ্পে ছুটছেন উল্কা গতিতে

কিলিয়ান এমবাপ্পে তখন মোনাকোতে খেলেন। আর্সেন ওয়েঙ্গার আর্সেনালের কোচ। শুনলেন ফ্রান্সের মোনাকোকে একজন তরুণ ফুটবলার খেলছেন। তার দুরন্ত গতির সঙ্গে পাল্লা দিয়ে পারছে না প্রতিপক্ষ দলগুলো। ছেলেটির খেলা দেখতে হাজির হলেন মোনাকোর মাঠে। মুগ্ধ চোখে দেখলেন তরুণের খেলা। এরপর উপস্থিত মিডিয়াকে বললেন- ‘এই ছেলে তো সাক্ষাৎ পেলে’র মতো খেলে!’ ওয়েঙ্গার কী ভুল বলেছিলেন? ভুল বলেননি। মোনাকোর পর প্যারিস সেন্ট জার্মেইনে খেলছেন বিশ্বের সেরা দুই তারকা লিওনেল মেসি ও নেইমারের সঙ্গে। দুই তারকার সঙ্গে খেললেও নিজ পারফরম্যান্সে আলো ছড়াচ্ছেন এমবাপ্পে।    

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে অভিষেক এমবাপ্পের। মাত্র ১৯ বছর বয়সেই ৪ গোল করে ফ্রান্সকে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন করেন। জিতে নেন উদীয়মান ফুটবলারের পুরস্কার। চার বছর পর আরও পরিণত হয়ে খেলছেন কাতার বিশ্বকাপে। প্রথম ৪ ম্যাচে এরমধ্যেই গোল করেছেন ৫টি। গোল্ডেন বুটের লড়াইয়ে তিনি সবার চেয়ে এগিয়ে। নকআউট পর্বে পোল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জয়ী যে দুটি গোল করেছেন, তাতে বুঝা যায় তার ফুটবল মস্তিস্ক অনেক বেশি ক্ষুরধার। বিশেষ করে দ্বিতীয় গোলটি ছিল চোখ ধাঁধানো। বিশ্বকাপে এখন পর্যন্ত ১১ ম্যাচে তার গোল সংখ্যা ৯টি। তার চেয়ে ফ্রান্সের গোলদাতা হিসেবে বেশি রয়েছে জ্যা ফন্টেইনের। ১৯৫৮ সালে ৬ ম্যাচে গোল করেছিলেন ১৩টি। যা এক আসরে সবচেয়ে বেশি গোল। চলতি আসরে এখন পর্যন্ত ৩টি করে গোল করেছেন আর্জেন্টিনার মেসি, নেদারল্যান্ডসের গাকপো, স্পেনের আলবার্তো মোরাতা, ইংল্যান্ডের মার্কাশ রাশফোর্ড ও ইকুয়েডরের ইনার ভ্যালেন্সিয়া।  

সর্বশেষ খবর