মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

নকআউট পর্বে অন্য হিসাব

নকআউট পর্বে অন্য হিসাব

প্রি-কোয়ার্টার ফাইনালে আজ স্পেন ও মরক্কো মুখোমুখি হবে। অনেকে হয় তো ভাবছেন স্পেন অনায়াসে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে। স্পেন বিশ্বচ্যাম্পিয়ন। শক্তির দিক দিয়েও তারা এগিয়ে। তবু নকআউট পর্বে হিসাব আলাদা। এখানে কাউকে ফেবারিট বলাটাও বোকামি। তা ছাড়া মরক্কো তো আর ফেলে দেওয়ার মতো দল নয়। বেলজিয়ামের মতো শক্তিশালী দলকে হারিয়ে তারা সুপার সিক্সটিনে এসেছে। বিশ্বকাপ রানার্স আপ ক্রোয়েশিয়াকে ড্র করে রুখে দিয়েছে। রাশিয়া বিশ্বকাপের কথা কারও ভুলে যাওয়ার কথা নয়। গ্রুপ পর্বে স্পেন ও মরক্কো মুখোমুখি হয়েছিল। ম্যাচটি ২-২ গোলে ড্র হলেও মরক্কোর দুর্ভাগ্য বলতে হবে। তারা দারুণ খেলেও ম্যাচটি জিততে পারেনি।

আজতো আর গ্রুপ নয়। যারা হারবে তাদের বিদায় নিতে হবে। দু দলকে সতর্ক হয়ে খেলতে হবে। নক আউটের ম্যাচ বিশ্লেষণ করা কঠিন। তবে একটা কথা না বলে পারছি না। স্পেন অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে জয় সম্ভব। আরেক ম্যাচে পর্তুগাল লড়বে সুইজারল্যান্ডের বিপক্ষে। হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর