বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মিডল অর্ডার নিয়ে ভয় নেই

মেজবাহ্-উল-হক

মিডল অর্ডার নিয়ে ভয় নেই

ছবি: রোহেত রাজীব

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ রোমাঞ্চকর এক জয় পেলেও ঘুরে ফিরে আলোচনায় আসে মিডল অর্ডারের সেই ভয়াবহ মুহূর্তটি। ৪ উইকেটে ১২৮ রান, তারপর হঠাৎ করেই ৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে স্কোর হয়ে যায় ১৩৬/৯। তবে এমন পরিস্থিতির পরও মিডল অর্ডার নিয়ে কোনো ভয় পাচ্ছেন না বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো। কারণ একটাই, বাংলাদেশের এই দলে সবচেয়ে অভিজ্ঞ ও তারকা ব্যাটসম্যানরা আছেন মিডল অর্ডারে।

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ -এক একজন পরীক্ষিত ব্যাটসম্যান। তাদের সঙ্গে আছেন আরেক তরুণ তুর্কি আফিফ হোসেন। তাদের নিয়ে ভয়ের কিছু নেই। এক ম্যাচে ভুল হয়েছে বলে যে বারবার একই ভুল হবে এটা মানতে চান না টাইগার কোচ।

মাহমুদুল্লাহ-মুশফিকদের নতুন করে শেখানোরও কিছু নেই। হয়তো আজই অন্য চিত্র দেখা যাবে। রাসেল ডমিঙ্গো বলেন, ‘মিডল অর্ডার নিয়ে আমি চিন্তার কিছু দেখছি না। তারকা সিনিয়র সাকিব, মুশফিক, রিয়াদ ছাড়াও আমাদের আছে আফিফের মতো ডায়নামিক ক্রিকেটার। এমন ক্রিকেটারদের নিয়ে কেন ভয় পাব!’

প্রথম ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটিও সুবিধা করতে পারেনি। অধিনায়ক লিটন দারুণ একটি ইনিংস খেললেও আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত প্রথম বলেই আউট হয়ে যান। তারপরও এ ম্যাচে ওপেনিং জুটিতে পরিবর্তন আনার কোনো কারণ দেখেন না কোচ। বরং ডান-হাতি ব্যাটসম্যানের সঙ্গে বাঁ-হাতি ব্যাটসম্যান হিসেবে শান্তকেই পছন্দ কোচের। ডমিঙ্গো বলেন, ‘আমি বাম-ডান ওপেনিং কম্বিনেশন পছন্দ করি। তিনি (শান্ত) সাদা বলে ধীরে ধীরে নিজেকে খুঁজে পাচ্ছেন। আমরা টি-২০ বিশ্বকাপে দেখেছি দুটি দারুণ হাফ সেঞ্চুরি করেছেন। তাকে নিয়ে চিন্তার কিছু দেখি না। আমি দক্ষিণ আফ্রিকা দলে দেখেছি জ্যাক ক্যালিসের মতো বিখ্যাত ব্যাটসম্যানেরও প্রথম ১২ টেস্টে গড় ছিল মাত্র ১২ রান। ধীরে ধীরে তিনি বিখ্যাত হয়েছেন। তবে শান্তকে ধারাবাহিক হতে হবে। এটা ঠিক তিনি কঠিন পরিস্থিতিতে খেলছেন। তাই ধৈর্য ধরতে হবে। তিনি কঠিন কণ্ডিশনে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলছেন।’

প্রথম ম্যাচে দারুণ পারফর্ম করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ঘূর্ণিতেই দিশাহারা হয়েছিল ভারত। মাত্র ৩৬ রানে ৫ উইকেট নিয়ে ভারতীয় শক্তিশালী ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন। তারপর লো-স্কোরিং ম্যাচে ব্যাট হাতেও খেলেছেন ২৯ রানের দারুণ ইনিংস।

ম্যাচসেরা না হলেও বাংলাদেশের জয়ের ক্যানভাসটা কিন্তু তৈরি করে দিয়েছিলেন সাকিবই। বিশ্বসেরা অলরাউন্ডার দলে থাকলে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা অনেক সহজ হয়ে যায়। একাই দুই ক্রিকেটারের কাজ করেন। দাপুটে বোলিংয়ের পাশাপাশি দারুণ ব্যাটিং করেন। সাকিবকে তাই প্রশংসায় ভাসালেন কোচ। রাসেল ডমিঙ্গো বলেন, ‘দিন শেষে সাকিব অবিশ্বাস্য। আমি দক্ষিণ আফ্রিকায় অনেক দিন কোচিং করিয়েছি। জ্যাক ক্যালিস অবসর নেওয়ার আট বছর পরও আমার মনে হয়, তারা ও রকম বিকল্প খুঁজছে। তারা নিশ্চিত হতে পারছে না, ছয় ব্যাটার খেলাবে নাকি সাতজন। অতিরিক্ত একজন বোলার খেলাবে নাকি ব্যাটার। এ ধরনের ক্রিকেটারের বিকল্প পাওয়া খুব কঠিন।’

মিরাজকে নিয়ে ডমিঙ্গো ভাবনা, ‘তাকে বেশ উঁচু মাপেরই মনে করি আমি, জানি না জনগণ বা সংবাদমাধ্যম কীভাবে দেখে। কোচ হিসেবে আমার তালিকার শুরুর দিকেই থাকে সে।’

প্রথম ম্যাচ জিতলেও তা নিয়ে আত্মতুষ্টিতে ভুগছেন না ক্রিকেটাররা। বরং আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এ ম্যাচে নির্ভুল খেলার প্রত্যয় নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর