বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

১৯৯০ সালের পুনরাবৃত্তি ঘটছে?

সৈয়দ গোলাম জিলানি, কোচ, বসুন্ধরা কিংস নারী দল

১৯৯০ সালের পুনরাবৃত্তি ঘটছে?

বিশ্বকাপ যত ছোট হয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে। তবে সবার আগ্রহ এখন এক ম্যাচ ঘিরে। আগ্রহটা তো ফাইনাল ঘিরেই হওয়ার কথা। ফুটবলে কে বিশ্বসেরা হবে এ নিয়ে উত্তেজনার শেষ নেই। এবার ফাইনালের আগেই ফাইনাল হয়ে যেতে পারে। অনেকে বলতে পারেন এ আবার কেমন কথা? আমিও বলব ফাইনাল ফাইনালই। এর সঙ্গে তুলনা চলে না। ফুটবলপ্রেমীদের অনেক দিনের স্বপ্ন ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল দেখা। বিশেষ করে বাংলাদেশে দুই দলের সমর্থকরা প্রতি বিশ্বকাপেই আশায় থাকে স্বপ্নের ফাইনাল দেখার জন্য। দুঃখজনক হলেও সত্যি এবারও তা হচ্ছে না। ফিকশ্চার যেভাবে তৈরি হয়েছে তাতে ব্রাজিল ও আর্জেন্টিনার ফাইনাল খেলার সম্ভাবনা নেই। তবে হতাশারও কিছু নেই। দুদেশের এবার দেখা হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তবে তা সেমিফাইনালে।

সেমিফাইনালের কথা বলছি। এমনও হতে পারে ব্রাজিল বা আর্জেন্টিনা তার আগে বিদায় নিতে পারে। কোয়ার্টার ফাইনালে মেসিরা লড়বেন নেদারল্যান্ডসের বিপক্ষে। নেইমাররা মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এখানে হারলেই শেষ। তখন বাংলাদেশের উত্তেজনা শেষ হয়ে যাবে। খেলায় কী ঘটে তা বলা মুশকিল। তাই আশঙ্কার কথা উড়িয়ে দিতে পারি না। তবে আমিও চাই ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনালে মুখোমুখি হোক। ফাইনালে তো এক দল খেলবে। ১৯৯০ সালের পর বিশ্বকাপে ব্রাজিল-আর্জেটিনার  দেখা হতে পারে। সেবার শেষ ষোলোতে ক্যানিজিয়ার গোলে আর্জেন্টিনা হারায় ব্রাজিলকে।

সর্বশেষ খবর