শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

কাজ এখনো শেষ হয়নি

ক্রীড়া প্রতিবেদক

কাজ এখনো শেষ হয়নি

চট্টগ্রামে প্রেস কনফারেন্সে বাংলাদেশের ফিল্ডিং কোচ ম্যাকডারমট

সিরিজ নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। চট্টগ্রামে আজ ভারতকে হোয়াইটওয়াশ করার দারুণ সুযোগ টাইগারদের সামনে। ২০১৫ সালেও সুযোগ এসেছিল। কিন্তু প্রথম দুই ম্যাচ জয়ের পর শেষ ম্যাচে হেরে যায় স্বাগতিকরা। তবে এবার ভারতকে কোনো সুযোগ দিতে চায় না লাল-সবুজরা।

গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে আসা ফিল্ডিং কোচ ম্যাকডারমট বলেন, ‘কাজ এখনো শেষ হয়নি। আমরা জানি, দল হিসেবে আমরা কিছু সাফল্য পেয়েছি, কিছু ব্যর্থতাও। কিন্তু আমরা কোনো আন্তর্জাতিক ম্যাচকে হালকাভাবে নিই না। আমরা প্রথম ম্যাচের পর সেটাকে পেছনে ফেলে এসে দ্বিতীয় ম্যাচটি জিতেছি। আর বাংলাদেশ কখনো ভারতকে ৩-০ ব্যবধানে হারাতে পারেনি। এটাই এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য।’

ভারতের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে বাংলাদেশ জিতলেও লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। অবশ্য কয়েক বছর থেকে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই রুদ্ধশ্বাস পরিস্থিতি। একটা সময় ছিল যখন টাইগাররা হারার আগেই হেরে যেত। তাই লড়াই ঠিকঠাক জমতো না। তবে এখন পরিস্থিতি পাল্টে গেছে। বাংলাদেশ শেষ পর্যন্ত লড়াই করে। সে কথাই মিডিয়াকে আরেকবার জানালেন অস্ট্রেলিয়ার ফিল্ডিং কোচ, ‘কিছুদিন আগে নিউজিল্যান্ডে কিছু ম্যাচে জয়ের কাছাকাছি এসেছি। পাকিস্তানের বিপক্ষেও বিশ্বকাপের ম্যাচে জিততে জিততে হেরেছি। সেমিফাইনাল খেলার সম্ভাবনাও ছিল বাংলাদেশের। আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলের মতো খেলেছি। বাংলাদেশ সহজে হার মানে না। এর মানে হচ্ছে আমরা প্রায়ই চাপের মুখে খেলছি। জয়-পরাজয় যাই হোক না কেন, আমরা এসব ম্যাচ থেকে অনেক কিছু শিখতে পারি। আমি জানি, এই সিরিজেও দ্বিতীয় ম্যাচ জয়ের পর ছেলেরা আরও একটি জয়ের অপেক্ষায় আছে।’

দ্বিতীয় ম্যাচে ইনজুরি নিয়েও মাঠে নেমেছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। নয় নম্বরে ব্যাট করতে নেমে ঝড়ো হাফ সেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত লড়াই করেছেন। শেষ বল পর্যন্ত ম্যাচকে টেনে নিয়ে গিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি।

হাসপাতাল থেকে ফিরে ঝুঁকি নিয়ে শেষ ম্যাচে খেলতে নেমেছিলেন রোহিত। কিন্তু এ ম্যাচে ভারতের নিয়মিত অধিনায়ক খেলতে পাচ্ছেন না। তাই মানসিকভাবে খানিকটা পিছিয়ে থাকবে ভারত। তারপরও হোয়াইটওয়াশ এ ড়ানোর জন্য বিরাট কোহলিরা যে জানপ্রাণ দিয়ে লড়াই করবেন তা বলার অপেক্ষা রাখে না। 

ম্যাকডারমট বলেন, ‘সে (রোহিত) না খেলায় আমাদের জয়ের সুযোগ অনেকটাই বেড়ে যাবে। সেদিন রাতে রোহিত কী করেছে, সেটা তো সবাই দেখেছে। সে উঁচুমানের ক্রিকেটার। তবে আমরা নিজেরা কী করছি, সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

ভারতের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচেই ক্যারিশম্যাটিক পারফর্ম করেছেন মেহেদী হাসান মিরাজ। তাই এ ম্যাচে তাকে আটকানোর চেষ্টা করবেন ভারতীয় বোলাররা। তবে স্বাগতিকদের জন্য চিন্তার বিষয় হচ্ছে, ব্যাটিং নিয়ে। দুই ম্যাচেই টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ। প্রতি ম্যাচেই যে লোয়ার অর্ডাররা দাপট দেখাবেন এমন নাও হতে পারে। তাই বড় স্কোর করতে হলে ব্যাটিং অর্ডারের প্রথম দিকের ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করা ছাড়া উপায় নেই। আজকের ম্যাচ নিয়ে পুরো দলই উজ্জীবিত। সিরিজ ৩-০ ব্যবধান করতে মরিয়া বাংলাদেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর