বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মিরপুরে প্রেরণা চট্টগ্রামের দ্বিতীয় ইনিংস

ক্রীড়া প্রতিবেদক

মিরপুরে প্রেরণা চট্টগ্রামের দ্বিতীয় ইনিংস

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ঢাকা টেস্টে টাইগারদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে। ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ জয়ের লক্ষ্য নিয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসের ব্যাটিং ছিল যাচ্ছেতাই। মাত্র ১৫০ রানের মধ্যে প্যাকেট হয়ে যান সাকিবরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ভারতের ৫১৩ রানের পাহাড় টপকাতে নেমে জয়ের সম্ভাবনাও তৈরি করেছিল বাংলাদেশ। পঞ্চম দিন পর্যন্ত টাইগাররা লড়াই করেছে।

প্রথম ইনিংসের বাজে ব্যাটিংয়ের জন্য হেরে গেলেও দ্বিতীয় ইনিংসে ভারতের চোখে চোখ রেখে টেস্টে প্রতিদ্বন্দ্বিতা করার রসদ পেয়ে গেছে বাংলাদেশ। তাই মিরপুরে মাঠে নামার আগে অনেক বেশি আত্মবিশ্বাসী টাইগাররা।

চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে দারুণ একটি সেঞ্চুরি করেছেন অভিষিক্ত ব্যাটসম্যান জাকির হোসেন। তার দৃঢ়তা, সাহস এবং আত্মবিশ্বাস বাংলাদেশ দলকে দারুণভাবে বুষ্টআপ করেছে। ওই ইনিংসটা ব্যাটসম্যানদের ভালো খেলতে উদ্বুদ্ধ করতে পারে বলে মনে করেন অ্যালান ডোনাল্ড। গতকাল বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন তিনি। জাকিরের প্রশংসা করে ডোনাল্ড বলেন, ‘দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আমাদের জন্য ব্লুপ্রিন্ট। তরুণ ছেলেটা সবাইকে চমকে দিয়েছে। জাকিরকে (হাসান) প্রথমবার আমি দেখি এই টেস্টে, তার মনোভাব আমার ভালো লাগে। দৃঢ়তা ছিল এবং আগ্রাসী মানসিকতা দেখিয়েছে। সে দেখিয়েছে কীভাবে সেরা বোলারদের খেলতে হয়। সে দলের মধ্যে সতেজ হাওয়া বয়ে নিয়ে এসেছে। নিজের উপর আস্থা ছিল তার।’

মিরপুরের উইকেট চট্টগ্রামের উইকেটের মতো ততটা ব্যাটিংবান্ধব নয়। স্পিনাররা বাড়তি সুবিধা পান। সবচেয়ে ভয়ংকর হচ্ছে আন-ইভেন বাউন্স। হঠাৎ করেই বল উঠা-নামা করে। শেষ ইনিংসে ব্যাটিং করা কঠিন। তাই টসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডোনাল্ড বলেন, ‘টস জিতলে আশা করি ব্যাট করা হবে শুরুতে। ৩৫০ বা ৩৮০ রান যথেষ্ট হতে পারে এখানে। আমি জানি প্রথম ইনিংসের রানটা এখানে কতটা মূল্যবান। পিচ দেখে শুষ্ক মনে হচ্ছে, প্রথম ইনিংসেই সুবিধা করে নিতে হবে।’

চট্টগ্রামে ভারত জিতলেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি বিরাট কোহলি। সাম্প্রতিক সংক্ষিপ্ত ফরম্যাটে দুর্দান্ত ব্যাটিং করলেও টেস্টে অনেক দিন থেকে সেঞ্চুরি পাচ্ছেন না। তাই ভারতীয় তারকা ব্যাটসম্যানকে নিয়ে আলাদা পরিকল্পনা করতে হচ্ছে। বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে অধিনায়ক লোকেশ রাহুলকেও। যদিও কাল অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছিলেন ভারতীয় ক্যাপ্টেন। তবে চোট গুরুতর নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে দলকে। তাই আজ কোহলি ও লোকেশকে নিয়ে বাড়তি ভাবনা টাইগারদের। ডোনাল্ড বলেন, ‘তাদের উইকেট খুবই মূল্যবান। ব্যাপারটি হলো, যখন (শচিন) টেন্ডুলকার ব্যাটিংয়ের জন্য ক্রিজে যান, তার বিপক্ষে সবকিছু ঠিকঠাক মতো করতে পারাটা দারুণ কিছু। কোহলির মতো ক্রিকেটাররা বেশি সুযোগ দেন না। তাই কোনো সুযোগই হাতছাড়া করা যাবে না।’

তিনি বলেন, ‘আমার মতে, কোহলি ও কেএলের (লোকেশ রাহুল) বিপক্ষে আমরা দারুণ করেছি। এটি অনেকটা (ব্রায়ান) লারার বিপক্ষে বোলিং করার মতো। আচমকা উত্তেজনার পারদ ওপরে চড়ে যায়। আগামীকালও (বৃহস্পতিবার) কিছু বদলাচ্ছে না। আমি জানি, কোহলি রানের জন্য ক্ষুধার্ত। সে প্রমাণ করতে চায়, সেঞ্চুরি দিয়ে টেস্ট সিরিজ শেষ করতে চায়। আমি মনে করি, এখন পর্যন্ত তার বিপক্ষে আমরা ভালো বোলিং করেছি। আশা করছি এই ধারাবাহিকতা থাকবে।’

এই টেস্টে বাংলাদেশ দলে অন্তত দুটি পরিবর্তন দেখা যেতে পারে। পেসার ইবাদত হোসেনের জায়গায় দেখা যেতে পারে পেসার তাসকিন আহমেদকে। পুরোপুরি সুস্থ না থাকার জন্য চট্টগ্রাম টেস্টে তিনি খেলতে পারেননি।

বাংলাদেশের জন্য আরেকটি সুখবর হচ্ছে, পুরোপুরি ফিট হয়েছেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। বোলিং করতে তার আর কোনো সমস্যা নেই। চোটের কারণে চট্টগ্রামে তিনি পুরো সময় বোলিং করতে পারেননি। তবে ঢাকা টেস্টে ‘অল রাউন্ডার’ সাকিবকেই পাচ্ছে বাংলাদেশ দল।

টেস্টে জয় পেতে হলে ব্যাটসম্যানদের যেমন বড় ইনিংস খেলতে হবে তেমনি বোলারদেরও প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য থাকতে হবে। ডোনাল্ড মনে করেন তার শিষ্যদের সে দক্ষতা আছে। তবে তাসকিনদের ইংলিশ পেসারদের ফলো করার কথা বলেন ডোনাল্ড। তারা কিভাবে পাকিস্তান সফরে এসে দারুণ বোলিং করছেন-টাইগার কোচও চান বাংলাদেশের পেসাররা সেটা ফলো করুক।

প্রথম টেস্টে হারার পর এই টেস্টে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ। ঢাকা টেস্টে জিতেই বড়দিনের ছুটিতে যেতে চান প্রোটিয়া কোচ। ডোনাল্ড বলেন, ‘আমরা জিততে চাই। আমরা জয়ের জন্য মুখিয়ে আছি।’

 

সাকিব ফিট

বাংলাদেশের জন্য সুখবর হচ্ছে, পুরোপুরি ফিট হয়েছেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। বোলিং করতে তার আর কোনো সমস্যা নেই। চোটের কারণে চট্টগ্রামে তিনি পুরো সময় বোলিং করতে পারেননি। তবে ঢাকা টেস্টে ‘অলরাউন্ডার’ সাকিবকেই পাচ্ছে বাংলাদেশ দল।

সর্বশেষ খবর