শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মিরপুর স্টেডিয়ামে ম্যারাডোনা-মেসি

ক্রীড়া প্রতিবেদক

মিরপুর স্টেডিয়ামে ম্যারাডোনা-মেসি

তিন যুগ পর আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন। রবিবার ফাইনাল হলেও এখনো আর্জেন্টিনা জুড়ে উৎসব চলছে। বাংলাদেশও এর বাইরে নয়। ঢাকা শহরে এখনো আর্জেন্টিনার সমর্থকরা বিজয় মিছিল করছে। গতকাল মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের টেস্ট ম্যাচেও দর্শকরা উপস্থিত হয়েছেন ম্যারাডোনা-মেসির ছবি সংবলিত ব্যানার নিয়ে। বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে বড় করে লেখা, ‘অভিনন্দন আর্জেন্টিনা’। সেখানে জুড়ে দেওয়া হয়েছে ট্রফি হাতে ম্যারাডোনা ও মেসির ছবি। আর্জেন্টিনা ও মেসির ১০ নম্বর জার্সি পরে অনেক দর্শকই খেলা দেখতে আসেন। ক্রিকেটাররাও মেতে আছেন আর্জেন্টিনাকে নিয়ে। অধিনায়ক সাকিব আল হাসান তো মেসির ১০ নম্বর জার্সি পরে অনুশীলনে নেমেছিলেন। বিশ্বকাপ জয়ের দিন গভীর রাতে গাড়ি ড্রাইভ করে ঢাকা শহর ঘুরে দেখতে গেছেন। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও আর্জেন্টিনার শিরোপায় উৎসবে মাতেন।

সর্বশেষ খবর