করাচি টেস্টে দাপট দেখাচ্ছে সফরকারী নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৩৮ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৪৪০ রান করেছে সফরকারীরা। ওপেনার টম লাথাম ও কেন উইলিয়ামসন জোড়া সেঞ্চুরি করেছেন। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস হয়েছে ডেভন কনওয়ের। ওপেনার লাথাম খেলেছেন ১১৩ রানের দারুণ এক ইনিংস। ১০৫ রানে অপরাজিত রয়েছেন কেন উইলিয়ামসন। তবে ১৫ ও ২১ রানে দুবার নতুন জীবন পেয়েছেন উইলিয়ামসন।