শিরোনাম
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

৬০ হাজার ক্রীড়াবিদ নিয়ে শেখ কামাল যুব গেমস

ক্রীড়া প্রতিবেদক

চার বছর পর আবারও শুরু হচ্ছে শেখ কামাল বাংলাদেশ যুব গেমস। করোনার কারণে মাঝের তিন বছর মাঠে গড়ায়নি এ আসর। শেষ পর্যন্ত দ্বিতীয় যুব গেমসের দেখা মিলছে। তৃণমূল থেকে ক্রীড়াবিদ তুলে আনার লক্ষ্যে ৪৯৫ উপজেলার প্রায় ৬০ হাজার ক্রীড়াবিদ এবারের গেমসে অংশ নেবেন। প্রথমবারের তুলনায় বেড়েছে ডিসিপ্লিনও। ৪২৯টি সোনার পদকের জন্য লড়বেন প্রতিযোগিরা। নতুন ডিসিপ্লিন হিসেবে যোগ হয়েছে সাইক্লিং, রাগবি ও জিমন্যাটিক্স। ২০০৬ সালের ২ জানুয়ারির পর যারা জন্ম নিয়েছেন তারা গেমসে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার প্রথম পর্ব উপজেলা থেকে শুরু হবে ২ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব আন্তজেলায় চলবে ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠান ২৬ ফেব্রুয়ারি বনানী আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সর্বশেষ খবর