রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দেশমই থাকছেন ফ্রান্সের কোচ

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপ চলা অবস্থায় গুঞ্জন উঠেছিল ফ্রান্সের কোচ হিসেবে এটিই দিদিয়ের দেশমের শেষ অ্যাসাইনমেন্ট। বিশ্বকাপের পর তার সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না ফরাসি ফুটবল ফেডারেশন। না, পরবর্তী ২০২৬ বিশ্বকাপেও ফ্রান্সের কোচের দায়িত্ব পালন করবেন দেশম। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে সে বিশ্বকাপ। দেশমের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। জিনেদিন জিদান কোচ হচ্ছেন এমন গুঞ্জনও উঠেছিল। কিন্তু ফুটবলের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশমের ওপরই আস্থা রেখেছেন। ১৯৯৮ সালে দেশমের নেতৃত্বে ফ্রান্স প্রথমবার ফুটবলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। ২০১৮ সালে তার প্রশিক্ষণে দ্বিতীয় বিশ্বকাপ জেতে। ২০২২ বিশ্বকাপে রানার্সআপ হয়। ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি লেয়েল লাগ্রেট বলেছেন, দেশমের চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুন মাস পর্যন্ত বাড়ানো হয়েছে।

 তাকে আমরা বিশ্বকাপের দায়িত্ব দিতে চাই।

সর্বশেষ খবর