বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আমাদের ১০-১৫ রান কম ছিল : সোহান

ক্রীড়া প্রতিবেদক

আমাদের ১০-১৫ রান কম ছিল : সোহান

প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেলেও দ্বিতীয় ম্যাচেই হেরে যায় রংপুর রাইডার্স। উত্তরাঞ্চলের দলটির বিরুদ্ধে ৬ উইকেটে জিতে যায় ফরচুন বরিশাল। গতকাল প্রথমে ব্যাট করে ১৫৮ রান করেছিল রংপুর। ৩৬ বলে ৫৪ রানের হার না মানা ইনিংস খেলেছেন রাইডার্সের পাকিস্তানি তারকা শোয়েব মালিক। ২৮ বলে ৪০ রানের ইনিংস খেলেছেন ওপেনার রনি তালুকদার। ১৫৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ ওভারে জিতে যায় বরিশাল।

হারের কারণ ব্যাখ্যাতে গিয়ে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘শোয়েবকে আমরা সঙ্গ দিতে পারিনি ভালোভাবে। আমাদের অন্তত ১০-১৫ রান কম ছিল। তা ছাড়া দ্বিতীয় ইনিংসে উইকেটে রান করা আরও সহজ হয়ে যায়। আমরা শুরুতে উইকেট ফেলতে পারলেও মাঝে ব্রেকথ্রু দিতে পারিনি।’

গতকাল পাওয়ার প্লেতে রংপুর ৪৮ রান করলেও তিন উইকেট হারাতে হয়। এরপর একপ্রান্তে শোয়েব মালিক ব্যাট চালাতে থাকলেও আর প্রান্তে নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট। এ কারণেই শেষ পর্যন্ত বরিশালকে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেনি সোহানের দল।

সর্বশেষ খবর