বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
ফেডারেশন কাপ ফুটবল

মোহামেডান জানে না কোথায় খেলবে

ক্রীড়া প্রতিবেদক

মোহামেডান জানে না কোথায় খেলবে

প্রিমিয়ার ফুটবল লিগের পাশাপাশি ১১ দলের টুর্নামেন্ট ফেডারেশন কাপও চলছে। তবে নিয়ম নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্সআপ হলে দলগুলো কোয়ার্টার বা সেমিফাইনাল খেলবে তা ফেডারেশন এখন পর্যন্ত ঠিক করতে পারেনি। গ্রুপ পর্বের পরও সেমিফাইলও যদি হয় তাহলে কীভাবে নির্ধারণ হবে তা পরিষ্কার নয়। গতকাল কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা মোহামেডান ৭-০ গোলে হারিয়েছে আজমপুর এফসি উত্তরাকে। এ গ্রুপে প্রথম ম্যাচেও মোহামেডান হারিয়েছিল রহমতগঞ্জকে। টানা দুই ম্যাচ জেতায় ঐতিহ্যবাহী ক্লাবটির পরবর্তী রাউন্ডে যাওয়া অনেকটা নিশ্চিত। অথচ তারা জানে না গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্সআপ হলে কোথায় খেলবে? টিম ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব বলেন, ‘ফিকশ্চার তৈরির পরই আমরা বিষয়টি নিয়ে বাফুফের সঙ্গে আলোচনা করি। বলা হয়েছিল ব্যস্ততার মধ্যে ফিকশ্চার করা হয়েছে। গ্রুপের ম্যাচ শেষ হোক তারপর কোয়ার্টার না সেমিফাইনাল ঠিক করা হবে।’ নকিবের কথা যদি সত্যি হয়ে থাকে আহলে তো বড় লজ্জাই বলা যায়। টুর্নামেন্ট হবে অথচ গ্রুপের কোয়ার্টার না সেমিফাইনাল হবে তা ঠিক না করে খেলা হলে তাকে কি টুর্নামেন্ট বলা যায়?

যাক ফেবারিট শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হারের দিনে মোহামেডান গোল উৎসব করেছে। প্রতিপক্ষ আজমপুরকে দাঁড়াতেই দেয়নি। প্রথমার্ধেই তারা ৩-০ গোলে এগিয়ে থাকে। মুজাফফরভ ও সাজ্জাদ দুটি। অলিভেইরা, ড্যানিয়েল ও ইমন ১টি করে গোল করেন। অন্যদিকে বড় অঘটন ঘটিয়েছে রহমতগঞ্জ। তারা ৩-০ গোলে হারায় শেখ জামালকে। ফাতুখুল্লায়েভ, মোবাইস ও ভ্যালেন্সিয়া ১টি করে গোল করেন।

 

 

সর্বশেষ খবর