শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সন্ধ্যায় মাঠে নামছে রাইডার্স

ক্রীড়া প্রতিবেদক

সন্ধ্যায় মাঠে নামছে রাইডার্স

একমাত্র অপরাজিত দল হিসেবে বিপিএলের চট্টগ্রাম পর্বে অংশ নিচ্ছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। টানা ৪ জয় নিয়ে ৮ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে মাশরাফি বাহিনী। টুর্নামেন্টের বাকি ৬ দল হারের স্বাদ নিয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ানস্ ও ইয়াসির আলির খুলনা টাইগার্স দুই ম্যাচে হেরে তলানিতে অবস্থান করছে। একটি করে জয় পেয়েছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স, সাকিব আল হাসানের ফরচুন বরিশাল, নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্স ও শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রাম পর্ব আজ শুরু হচ্ছে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল ম্যাচ দিয়ে। শুক্রবারের ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ২টায়। সন্ধ্যা ৭টায় মাঠে নামছে রংপুর রাইডার্স। প্রতিপক্ষ খুলনা টাইগার্স। চট্টগ্রাম পর্বে অংশ নিতে খুলনায় যোগ দিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার আম্মাদ বাট। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লায় যোগ দিয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার হাসান আলি ও ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস।  

নুরুল হাসান সোহান, শোয়েব মালিক, রনি তালুকদার, মোহাম্মদ নাঈম শেখ, হাসান মাহমুদ, সিকান্দার রাজাদের রংপুর আজ খেলবে তৃতীয় ম্যাচ। দ্বিতীয় জয়ের টার্গেটে নামছে সোহান বাহিনী। ২০১৭ সালের চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচে ৩৪ রানে হারায় গত আসরের চ্যাম্পিয়ন ইমরুলের কুমিল্লাকে। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭৬ রান করেছিল রংপুর। কুমিল্লা অলআউট হয়েছিল ১৪২ রানে। ম্যাচটিতে রনি তালুকদার ব্যাটিং করেছিলেন টর্নেডো গতিতে। ৩১ বলে ১১ চার ১ ছক্কায় খেলেছিলেন ৬৭ রানের ইনিংস। হাফসেঞ্চুরি করেছিলেন মাত্র ১৯ বলে। যা বিপিএলে স্থানীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দ্রুতগতির। প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয়টিতে হেরে যায় সোহান বাহিনী। ৬ উইকেটে হেরে যায় সাকিবের বরিশালের কাছে। প্রথমে ব্যাট করে রংপুরের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৫৮ রান। রনি ৪০ রান করেছিলেন ২৮ বলে। ৪০ বছর বয়সেও দারুণ ছন্দে রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। বরিশালের বিপক্ষে তিনি খেলেছিলেন ৩৪ বলে ৫৪ রানের ঝকমকে ইনিংস। ছিল ২টি ছক্কা ও ৫টি চার। ব্যাটে রান নেই দলটির জিম্বাবুয়ান তারকা সিকান্দার রাজার। অবশ্য ভালো বোলিং করছেন এই অফ স্পিনার। প্রতিপক্ষ খুলনা নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটে হেরেছিল নাসির হোসেনের ঢাকার কাছে। দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় চট্টগ্রামের কাছে। ম্যাচটিতে পাকিস্তানের আজম খান ৫৮ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। সেটাকে পেছনে ফেলেন চট্টগ্রামের আরেক পাকিস্তানি উসমান খান। ১০৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন ৫৮ বলে।

চট্টগ্রাম আজ ঘরের মাঠে তৃতীয় ম্যাচ খেলবে। প্রতিপক্ষ সাকিবের বরিশাল। শুভাগতের চট্টগ্রাম বিপিএল শুরু করে সিলেটের কাছে হার দিয়ে। বিপিএলের সূচনা ম্যাচে ২০ ওভারে মাত্র ৮৯ রান করেছিল ৯ উইকেটে চট্টগ্রাম। দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে মিরপুর পর্ব শেষ করে। দ্বিতীয় ম্যাচে খুলনাকে উড়িয়ে দেয় উসমানের সেঞ্চুরিতে। দলটির আরেক বিদেশি নেদারল্যান্ডসের ম্যাক্স ও দৌদও হাফসেঞ্চুরির ইনিংস খেলেছিলেন ম্যাচে। প্রতিপক্ষ সাকিব বাহিনী প্রথম ম্যাচে ১৯৪ রান করেও হেরেছিল সিলেটের কাছে। অবশ্য দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায়। রংপুরকে হারিয়ে তুলে নেয় জয়। আজ দুই দলই নিজেদের দ্বিতীয় জয়ের টার্গেটে নামছে।

 

সর্বশেষ খবর