শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শেখ রাসেল-আবাহনী লড়াই

ক্রীড়া প্রতিবেদক

মৌসুমের প্রথম ট্রফি স্বাধীনতা কাপ হাতের নাগালেও এলেও চ্যাম্পিয়ন হতে পারেনি ফুটবল জায়ান্ট শেখ রাসেল ক্রীড়া চক্র। ফাইনালে নির্ধারিত সময়ে এগিয়ে থেকেও টাইব্রেকারে বসুন্ধরা কিংসের কাছে হেরে যায়। এই টুর্নামেন্টে মোহামেডান ও ঢাকা আবাহনীকে হারিয়েছিল তারা। আজ বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনীর বিপক্ষে লড়বে শেখ রাসেল। দুই দলের হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বেলা পৌনে ৩টায়। কিংস অ্যারেনায় নিজ ভেন্যুতে খেলবে মিন্টুর শিষ্যরা। লিগে এটি শেখ রাসেলের পঞ্চম ম্যাচ হলেও গুরুত্ব অনেক। আবাহনী অবশ্য ছয় নম্বর ম্যাচ খেলবে। তাদের কাছেও গুরুত্ব অনেক। বসুন্ধরা কিংস টানা পাঁচ ম্যাচ জিতে শীর্ষে রয়েছে। অন্যদিকে শেখ রাসেল চার ম্যাচে দুটি জয় ও দুটি ম্যাচে হেরেছে। ঢাকা আবাহনী এখনো কোনো ম্যাচে না হারলেও দুটি ড্র করে মূল্যবান চার পয়েন্ট হারিয়েছে।

আজ দুই দলের পয়েন্ট হারানো মানে পিছিয়ে পড়া। ড্র হলে শেখ রাসেল আট ও আবাহনী ছয় পয়েন্ট খোয়াবে। লিগের অনেক ম্যাচ বাকি রয়েছে। এরই মধ্যে হারলে বা ড্র করলে ঝুঁকিতে পড়ে যাবে দুদল।

শেখ রাসেল যেমন জয় ছাড়া বিকল্প কিছু ভাবছে না তেমনি হাইভোল্টেজ ম্যাচে পুরো পয়েন্ট পেতেই মরিয়া হয়ে লড়বে আবাহনী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর