শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শেখ রাসেল-আবাহনী ড্র

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় দুই ফুটবল শক্তি ঢাকা আবাহনী ও শেখ রাসেল ক্রীড়া চক্র। ৪ গোলের শ্বাসরুদ্ধকর ম্যাচে জেতেনি কেউ। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে আবাহনী ও স্বাধীনতা কাপের রানার্সআপ শেখ রাসেল। ২-২ গোলে ড্রয়ের পর আবাহনীর পয়েন্ট ৬ ম্যাচে ১২। শেখ রাসেল অবশ্য খেলেছে একটি ম্যাচ কম। ৫ ম্যাচে জুলফিকার আহমেদ মিন্টুর দলের পয়েন্ট ৭। পয়েন্ট টেবিলে ঢাকা আবাহনী দুইয়ে এবং শেখ রাসেল পাঁচে। ১২ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে তিনে শেখ জামাল ধানমন্ডি এবং চারে থাকা বাংলাদেশ পুলিশের পয়েন্ট ৮। দিনের আরেক ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে শেখ জামাল ও মোহামেডান ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।

কিংস অ্যারেনায় দুই দলের প্রথমার্ধ ছিল গোলশূন্য। চার গোলের সবগুলোই হয়েছে দ্বিতীয়ার্ধে। সবগুলো গোলই করেছেন বিদেশিরা। ৫৯ মিনিটে ব্যবধান ১-০ করে আবাহনী। ৭ মিনিট পর সমতা আনে শেখ রাসেল (১-১)। ৬৬ মিনিটে দিদিয়েরের সঙ্গে পাসিং ফুটবল খেলে নিখুঁত শটে গোল করেন শেখ রাসেলের কঙ্গোর স্ট্রাইকার এমপিয়া মাপুকু। ৮৪ মিনিটে আবাহনীকে এগিয়ে নেন এলিটা কিংসলে। পিটারের ক্রস লাফিয়ে ফিস্ট করতে চান রানা, কিন্তু ক্লিয়ার করতে ব্যর্থ হন। বক্সে থাকা কিংসলে হেডে ব্যবধান ২-১ করেন। নির্ধারিত সময় পর্যন্ত এগিয়ে থাকে আবাহনী। খেলা যখন শেষ দিকের, যোগ করা সময়ে গোল করে শেখ রাসেলকে এক পয়েন্ট এনে দেন এমফন উদোহ। কুমিল্লায় ২৯ মিনিটে মোহামেডানকে এগিয়ে নেন মুজাফফর মুজাফফারভ। ৬৮ মিনিটে ব্যবধান ১-১ করে শেখ জামালের কর্নেলিওস স্টুয়ার্ট।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর