শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দেশে ফিরেছেন দিশারা

ক্রীড়া প্রতিবেদক

ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ-চার দলেরই পয়েন্ট ৬। কিন্তু সেমিফাইনাল খেলবে শীর্ষ দুই দল। সমান পয়েন্ট হওয়ার পরও রান রেটে পিছিয়ে ছিল ভারত ও অস্ট্রেলিয়া থেকে। ফলে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের অভিষেক আসরে সেমিফাইনাল খেলতে পারেনি বাংলাদেশের নারী যুবারা। রান রেটে পিছিয়ে বিদায় নিয়েছে আসর থেকে। গতকাল দেশে ফিরেছে নারী যুবা দল। অবশ্য নারী টি-২০ বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায় রয়ে গেছেন দিশা বিশ্বাস, মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও আফিয়া প্রত্যাশা। এই চার নারী যুবা এবার সিনিয়র টি-২০ বিশ্বকাপ খেলবে। দিশার নেতৃত্বে নারী যুবারা গ্রুপ পর্বে হারায় অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে, শ্রীলঙ্কাকে ১০ রানে ও মার্কিন যুক্তরাষ্ট্রকে ৫ ইউকেটে হারায়। সুপার সিক্সে প্রথম ম্যাচে হেরে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে। এই হারেই রান রেটে বিদায় নেয় সেমিফাইনালের আগে। অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর