রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স দেখে অভিভূত আশরাফুল

‘ফুটবলের টানে এখানে ছুটে এসেছি। বসুন্ধরা কিংস তো এখন দেশের সেরা দল। শেখ রাসেলও দেশের শীর্ষ ক্লাব। তাই পেশাদার লিগে এমন গুরুত্বপূর্ণ ম্যাচটি দেখলাম।

ক্রীড়া প্রতিবেদক

দেশের জনপ্রিয় ক্রিকেটার হলেও মো. আশরাফুল ছিলেন ফুটবলে নিয়মিত দর্শক। আবাহনী ও মোহামেডানের ম্যাচ হলেই গ্যালারিতে দেখা মিলত আশরাফুলের। ঘরোয়া আসরে আগের সেই জৌলুস নেই বলে এখন তেমনভাবে খেলা দেখা হয় না তার। গতকাল এসেছিলেন কিংস অ্যারিনায় বসুন্ধরা কিংস ও শেখ রাসেলর ক্রীড়া চক্রের হাইভোল্টেজ ম্যাচ দেখতে। ম্যাচ শেষে তিনি জানালেন, ‘ফুটবলের টানে এখানে ছুটে এসেছি। বসুন্ধরা কিংসতো এখন দেশের সেরা দল। শেখ রাসেলও দেশের শীর্ষ ক্লাব। তাই পেশাদার লিগে এমন গুরুত্বপূর্ণ ম্যাচটি দেখলাম। খেলা ভালোই লাগল। তবে রবসন রবিনহো সত্যিই বড় মাপের খেলোয়াড়। ওর পারফরম্যান্সে মুগ্ধ।’

আশরাফুল বললেন, ‘খেলা দেখার পাশাপাশি বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স ঘুরে ঘুরে দেখেছি। আমি অভিভূত। এখানে ফুটবল শুরু হলেও এখনো পুরো কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হয়নি। তবে এটা যে এশিয়ার অন্যতম সেরা কমপ্লেক্স হচ্ছে তা দেখেই বুঝতে পারলাম। আসলে দেশের খেলাধুলা উন্নয়নের জন্য এমন কমপ্লেক্সই দরকার। আমি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই তারাই বিষয়টি উপলব্ধি করেছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান খেলাধুলাকে কতটা ভালোবাসেন এর বড় প্রমাণই হচ্ছে এ কমপ্লেক্স। আমি আশা করি বসুন্ধরার মতো অন্য কার্পোরেট হাউসও ক্রীড়া উন্নয়নে ভূমিকা রাখবে।’

সর্বশেষ খবর