শিরোনাম
শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা কিংসের সামনে মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

গত মৌসুমে পেশাদার ফুটবল লিগে স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে হারার পর বসুন্ধরা কিংস আর কোনো ম্যাচ হারেনি। টানা ৩৬ ম্যাচে অপরাজিত রয়েছে তারা। এমন অবস্থায় আজ ঢাকা মোহামেডানের বিপক্ষে লড়বে কিংস। আগের ম্যাচে হোম ভেন্যুতে শেখ রাসেলকে হারিয়েছিল তারা। সাত ম্যাচে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে ফুটবল কিং বসুন্ধরা কিংস। অন্যদিকে ছয় ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আটে মোহামেডান। শক্তির বিচারে পুরো পয়েন্টই পাওয়ার কথা কিংসের। তারপরও মোহামেডানকে হালকা করে দেখার উপায় নেই। গত পেশাদার লিগে পিছিয়ে থেকে ঘাম ঝরানো ড্র করেছে কিংস।

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচ খেলবেন রবসন রবিনহোরা। আজ জিতলে প্রথম পর্বে শীর্ষে থাকা কিংসের অনেকটা নিশ্চিত হয়ে যাবে। ২০১৮ সালে লিগে অভিষেকের পর থেকেই শীর্ষে রয়েছে কিংস। ১১ ফেব্রুয়ারি শেখ জামাল ধানমন্ডি ও ১৭ ফেব্রুয়ারি ঢাকা আবাহনীর বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস।

সর্বশেষ খবর