লিওনেল মেসির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল ফরাসি ক্লাব পিএসজি। শনিবার নিজেদের মাঠে তুলুজের বিপক্ষে খেলতে নামে পিএসজি। ম্যাচের ২০ মিনিটে ব্রাঙ্কো বুমেনের গোলে এগিয়ে যায় তুলুজ। ৩৮ মিনিটে আশরাফ হাকিমির গোলে সমতায় ফেরে পিএসজি। এরপর ৫৮ মিনিটে লিওনেল মেসির অসাধারণ এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। মেসি গোলটা করেন ডি বক্সের বেশ কয়েক গজ বাইরে থেকে বাম পায়ের জোরালো শটে। নেইমার ও এমবাপ্পেকে ছাড়াই পিএসজিকে দারুণ জয় উপহার দিলেন মেসি। এ জয়ে ২২ ম্যাচে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ৫৪ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট সংগ্রহ করে দুই নম্বরে আছে মার্সেই। পিএসজি গতবারের মতো এবারেও লিগ শিরোপা জয়ের দিকে ছুটে চলেছে।