শিরোনাম
বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

হঠাৎ হকিতে সাঈদ?

ক্রীড়া প্রতিবেদক

প্রথম বিভাগ হকি ৬ মার্চ শুরু হচ্ছে। এ এক স্বস্তির খবর। নানা জটিলতায় এ লিগ হচ্ছিল না। এখন মাঠে গড়ানোর অপেক্ষায়। নিঃসন্দেহে এটি হকিপ্রেমীদের জন্য সু-খবর। কিন্তু গতকালের এক ঘটনায় হকিতে শুরু হয়েছে নতুন করে আলোচনা। সামনে হকির কী হবে এ নিয়ে কারোর কারোর মধ্যে নানান প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে। বিমান বাহিনীর ফ্যালকন হলে চলছিল হকি ফেডারেশনের কার্য নির্বাহী কমিটির সভা। সভা একেবারে শেষের দিকে তখনই ঘটল চমকে দেওয়ার মতো ঘটনা। সভা কক্ষে ঢুকলেন একেএম মুমিনুল হক সাঈদ। ২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর থেকে যিনি গা ঢাকা দিয়েছিলেন।

সাঈদ  সভা কক্ষে ঢুকতেই স্বাগত জানালেন অনেকে। ক্যাসিনোবিরোধী অভিযানের আগে সাঈদ ছিলেন হকি ফেডারেশনের নির্বাচিত সাধারণ সম্পাদক। নির্বাহী কমিটির বেশ কটি বৈঠকে অনুপস্থিত থাকায় গঠনতন্ত্র মেনেই তৎকালীন সভাপতি মাশিহুজ্জামান সেরনিয়াবাত তাকে অব্যাহতি দেন।  প্রায়  তিন বছর পর ৩০ জানুয়ারি দেশে ফিরলেও এত দিন তিনি প্রকাশ্যে আসেনি। অবশেষে দেখা দিলেন তাও আবার হকির নির্বাহী কমিটির সভায়। সাঈদের স্বপদে ফেরা নিয়ে আইনগত কোনো বাধা নেই বলে সভা শেষে জানান ফেডারেশন সভাপতি ও বিমান বাহিনীর প্রধান শেখ আবদুল হান্নান, ‘স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমেই তিনি কমিটিতে ঢুকবেন। এ ব্যাপারে যদি নীতিগত বাধা না থাকে তাহলে আমার পক্ষ থেকে কোনো বাধা নেই। প্রশ্ন হচ্ছে সাঈদ যে শেষ মুহূর্তে সভায় যোগ দিলেন তা বৈধ ছিল কি না। ফেডারেশন কি তার অব্যাহতি প্রত্যাহার করে নিয়েছে কিংবা জাতীয় ক্রীড়া পরিষদ কোনো অনুমতি দিয়েছে কি না?’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর