বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ঢাকায় এসেই মাঠে হাতুরাসিংহে

ক্রীড়া প্রতিবেদক

ঢাকায় এসেই মাঠে হাতুরাসিংহে

সোমবার রাতে ঢাকায় আসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ চন্ডিকা হাতুরাসিংহে। রাতটা শেষ করেই তিনি ছুটে যান মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে কথা বলেন জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে। স্টেডিয়ামের সবুজ জমিন এবং উইকেট দেখে ছুটে যান ইনডোরের অনুশীলন ব্যবস্থা দেখতে। হাতুরাসিংহে আলাদা করে তাইজুল ইসলামের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন গতকাল। কথা বলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গেও। খালেদ মাহমুদ সুজন, গামিনি, স্বদেশি কোচ হেরাথের সঙ্গেও কুশল বিনিময় হয় নতুন প্রধান কোচের। তবে ক্রিকেট নিয়ে প্রথম দিন তেমন কোনো আলোচনা করেননি হাতুরাসিংহে। নুরুল হাসান সোহান সাংবাদিকদের সঙ্গে নতুন প্রধান কোচ নিয়ে বলেন, ‘নির্দিষ্ট করে আজকে (গতকাল) কারও সঙ্গে কথা হয়নি। সবার সঙ্গেই কুশল বিনিময় হয়েছে। ড্রেসিং রুমেও কথা বলার খুব সুযোগ হয়নি। মাঠেই যা হয়েছে। তিনি যেটা বললেন যে, তাঁর একটা পরিকল্পনা আছে। ওই পরিকল্পনা অনুযায়ীই আসলে এগোচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমার কাছে যেটুকু মনে হয়, পরিকল্পনার দিক থেকে তিনি (হাতুরাসিংহে) খুব ভালো। টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, তিনি সেভাবে হোমওয়ার্ক করে এসেছেন। এটা আমার কাছে মনে হয়, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছুই হবে।’ হাতুরাসিংহে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলবেন।

ইংল্যান্ড সিরিজের আগে জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে কাল থেকে। গতকাল ছিল ঐচ্ছিক অনুশীলন। সেখানে প্রায় সবাই উপস্থিত ছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলে না থাকলেও অনুশীলন করেছেন অনেকে। ছুটিতে থাকায় অনুশীলনে আসেননি সাকিবসহ বেশ কয়েকজন।

সর্বশেষ খবর