বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আর্চারির জার্মান কোচের একুশ পালন

ক্রীড়া প্রতিবেদক

আর্চারির জার্মান কোচের একুশ পালন

আর্চারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। গতকাল টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের প্রবেশ মুখে ভিআইপি গ্যালারির নিচে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে আর্চারি ফেডারেশন। সেখানেই আর্চাররা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শুধু আর্চাররা নন, শিষ্যদের সঙ্গে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ৫ বছর ধরে থাকা আর্চারির কোচ জার্মানির মার্টিন ফ্রেডরিখও। প্রতিদিনের রুটিনের বাইরে আর্চাররা গতকাল অন্য রকম একদিন কাটান। মাঠে অনুশীলনের পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি পালন করেছেন। মার্টিন জার্মান হলেও ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় কী ঘটেছিল তার ইতিহাস পড়েই জেনেছেন। তাই বাংলা ভাষা শেখার পাশাপাশি শিষ্যদের টুকটাক বাংলাতেও নির্দেশনা দিয়েছেন।

সর্বশেষ খবর