শনিবার, ৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে

নাথান লায়ন

পাঁচ দিনের টেস্ট, সোয়া দুই দিনেই শেষ! ১৫ সেশন, ৪৫০ ওভারের টেস্ট মাত্র সাত সেশনে ১৮৯.১ ওভারেই শেষ। ইন্দোরে ভারতকে তাদের স্পিন মন্ত্রেই ঘায়েল করেছে অস্ট্রেলিয়া। দুর্দান্ত ক্রিকেট খেলে ৯ উইকেট জিতে নিয়েছেন স্টিভ স্মিথরা। এ জয়ে ১৪৮ পয়েন্ট ও পয়েন্টের ৬৬.৬৭ শতাংশ নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। আগামী ৭ জুন ওভালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবেন ¯িমথরা। প্রতিপক্ষের লড়াইয়ে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা। হারলেও ভারতের রয়েছে ফাইনাল অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হওয়ার উজ্জ্বল সম্ভাবনা। এ জন্য আহমেদাবাদ টেস্টে স্মিথ বাহিনীকে হারালেই হবে। যদি হেরে যায়, তাহলে লড়াইয়ে চলে আসবে শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রের পয়েন্ট ১০ ম্যাচে ৬৪ এবং পয়েন্টের শতাংশ ৫৩.৩৩। ভারতের পয়েন্টের শতাংশ ৬৪.০৬। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ২-২ ব্যবধানে ড্র হলে শ্রীলঙ্কাকে সিরিজ জিততে হবে। ঘরের মাটিতে ২-০ ব্যবধানে হারাতে হবে নিউজিল্যান্ডকে।

স্পিন উইকেটে জিততে অস্ট্রেলিয়ার টার্গেট ছিল ৭৬ রান। মামুলি টার্গেট। তারপরও লাটিমের মতো ঘুরতে থাকা উইকেটে সহজ নয়। কিন্তু জিততে মরিয়া অস্ট্রেলিয়া ওপেনার উসমান খাজার উইকেট হারিয়ে ১৮.৫ ওভারেই পৌঁছে যায় টার্গেটে। ৬ চার ও ১ ছক্কায় ৫৩ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন ট্রাভিস হেড। মারনাস লাবুশেন অপরাজিত ছিলেন ৬ চারে ২৮ রানে। ম্যাচসেরা হন অফ স্পিনার নাথান লায়ন। প্রথম ইনিংসে ৩৫ রানে ৩টি ও ৬৪ রানে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। ক্যারিয়ারে চতুর্থবারের মতো ১০ বা ততধিক উইকেট নেন লায়ন। ইন্দোরের স্পিন উইকেটে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ছিল ৩৩.২ ওভারে ১০৯ রান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৭৬.৩ ওভারে ১৯৭ রান। দ্বিতীয় ইনিংসে ভারত অলআউট হয় ৬০.৩ ওভারে ১৬৩ রানে। অস্ট্রেলিয়া টার্গেট ৭৬ রান টপকে যায় ১৮.৫ ওভারে। এই টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন স্টিভ স্মিথ। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে ইন্দোর টেস্টে দলকে নেতৃত্ব দেন স্মিথ। কামিন্সের অনুপস্থিতিতে দায়িত্ব নিয়ে অস্ট্রেলিয়াকে তিন টেস্টেই জয় উপহার দেন স্মিথ। 

সংক্ষিপ্ত স্কোর :

ভারত : প্রথম ইনিংস : ১০৯ ও দ্বিতীয় ইনিংস, ১৬৩/১০, ৬০.৩ ওভার (পুজারা ৫৯, শ্রেয়াস ২৬। স্টার্ক ১/১৪, লায়ন ৮/৬৪)।

অস্ট্রেলিয়া : প্রথম ইনিংস, ১৯৭/১০ ও দ্বিতীয় ইনিংস, ৭৮/১, ১৮.৫ ওভার (ট্রাভিস ৪৯*, মারনাস লাবুশেন ২৮*। 

ফল : অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী।  ম্যাচসেরা : নাথান লায়ন (৩/৩৫, ৮/৬৪)।

সিরিজ : ৪ ম্যাচ সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে।

 

সর্বশেষ খবর