শনিবার, ৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

‘দ্য হান্ড্রেড’ ড্রাফটে সাকিবের মূল্য সোয়া লাখ ইউরো

ক্রীড়া প্রতিবেদক

৮ দলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ শুরু হবে ১ আগস্ট। ১০০ বলের টুর্নামেন্টের তৃতীয় আসরের দলগুলোর জন্য প্লেয়ার্স ড্রাফটে চূড়ান্ত করা হয়েছে ৬২০ জন ক্রিকেটার। যাদের ২৫২ জন ইংল্যান্ডের এবং বাকি ৩৬৮ জন বিদেশি। বিদেশি কোটায় রয়েছেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। ইংল্যান্ডের জনপ্রিয় এ ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ২৩ মার্চ। নিবন্ধিত বাংলাদেশের ৬ ক্রিকেটার- সাকিব আল হাসান, লিটন দাস, আফিফ হোসেন, নাসুম আহমেদ, তসকিন আহমেদ ও সৌম্য সরকার। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ক্রিকেটারের ক্যাটাগরিতে রয়েছেন সাকিব। তার বেস প্রাইস ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার ইউরো, বা বাংলাদেশি টাকায় ১ কোটি ৪২ লাখ। লিটনের বেস প্রাইজ ৭৫ হাজার ইউরো বা বাংলাদেশি টাকায় ৮৫ লাখ। আফিফ হোসেনের বেস প্রাইজ ৪০ হাজার ইউরো বা ৫১ লাখ টাকা। চূড়ান্ত তালিকায় নাসুম, তাসকিন ও সৌম্যর নাম থাকলেও তাদের কোনো মূল্য ধরা হয়নি। কোনো রিজার্ভ মূল্য সেট করেনি দ্য হান্ড্রেড। ৮ দলের এ টুর্নামেন্ট আগস্টের ১ তারিখ থেকে শুরু হবে। আর চলবে ২৭ আগস্ট পর্যন্ত।

 

সর্বশেষ খবর