আন্তর্জাতিক ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৩০৫ রান। ২০১৭ সালের ১ জুন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৩০৫ রান করে বাংলাদেশ। জবাবে ৪৭.২ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে ৩০৮ রান করে জয় তুলে নেয় ইংল্যান্ড। ১৩৩ রান করে ম্যাচসেরার পুরস্কার জয় করেন জো রুট।