সোমবার, ২০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

এশিয়া কাপ আর্চারিতে সোনা জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপ আর্চারিতে সোনা জয় বাংলাদেশের

এশিয়া কাপ আর্চারির ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ ওয়ান) রিকার্ভ মিশ্র দলগত বিভাগে সোনা জয় করেছেন বাংলাদেশের হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী জুটি (মাঝে)। ফাইনালে তারা কাজাখস্তানের জুটিকে ৫-৩ সেটে হারান

ক্রীড়াঙ্গনে আর্চাররা আবার দেশের জন্য সুনাম বইয়ে আনলেন। রোমান সানার একক ক্যারিশমার কথা কারও অজানা নয়। তিনিই প্রথম আর্চার আন্তর্জাতিক পর্যায়ে দেশকে উৎসবে ভাসিয়ে ছিলেন। নারীরাও পিছিয়ে নেই। সাফল্য আসছে তাঁদের তীর থেকে। গতকাল আরও একটি বড় প্রাপ্তি যোগ হলো আর্চারিতে। এশিয়া কাপ আর্চারির ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে স্টেজ ওয়ান রিকার্ভ মিশ্র দলগত বিভাগে সোনা জিতেছে বাংলাদেশ। চাইনিজ তাইপেতে বেজেছে ৩০ লাখ শহীদের বিনিময়ে পাওয়া গর্বের আমার সোনার বাংলা জাতীয় সংগীত। ফাইনালে কাজাখস্তানকে ৫-৩ সেটে হারিয়েছেন বাংলাদেশের হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী জুটি।

ফাইনাল ছিল ফাইনালের মতোই। প্রথম সেটে বাংলাদেশ ৩৬-৩৮ পয়েন্টে পিছিয়ে পড়ে। তবে প্রথম সেট হারলেও পরে জেগে ওঠে বাংলাদেশ। পরের দুই সেটে ৩৬-৩৫ ও ৩৭-৩৩ পয়েন্টে জিতে যান দিয়া-হাকিমরা। বাংলাদেশ একপর্যায়ে তিন সেটে ৪-২ ব্যবধানে এগিয়ে যায়। এরপর শেষ সেট ৩৯-৩৯ পয়েন্টে ড্র হলেও বাংলাদেশ জিতে যায় ৫-৩ সেটে।

দেশকে সোনা এনে দিতে পেরে উচ্ছ্বসিত হাকিম ও দিয়া। এশিয়ান কাপে সোনা জেতাটা আনন্দের। দিয়া বলেন, আর্চারিতে আমরা সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। হাকিম বলেন, আমাদের টার্গেট পূরণ হয়েছে। আরও সামনে এগিয়ে যেতে চাই। গত এসএ গেমসে আর্চারিতে ১০ বিভাগে ১০টিতে সোনা জিতে বাংলাদেশের আর্চারিকে আর্চাররা নিয়ে যান অন্যান্য উচ্চতায়। তবে হঠাৎ করে আর্চারি যেন থমকে যায়। আন্তর্জাতিক পর্যায়ে সোনা তো দূরের কথা পদক জেতাই কঠিন হয়ে পড়ে। তারপর আবার রোমান সানার নিষেধাক্তায় আর্চারি হয়ে ওঠে বিতর্কিত।

সোনা জয়ে উচ্ছ্বসিত আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। আমরা সারা বছরই আর্চারদের অনুশীলনে ব্যস্ত রাখি। ছেলেরা ভালো করবে এ আত্মবিশ্বাস বরাবরই থাকে। মাঝে-মধ্যে ছন্দপতন ঘটে। আমাদের চোখ অলিম্পিক ও এশিয়ান গেমসেও আছে। সেভাবে আর্চারদের তৈরি করছি। কোচ মার্টিন ফ্রেডরিকের মেয়াদও বাড়ানো হয়েছে। দিয়াদের সোনা জয়ে সত্যিই আমরা গর্বিত।

 

 

 

সর্বশেষ খবর