সোমবার, ২০ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সাফ ফুটবলে রাশিয়া

বাংলাদেশ-ভুটান মুখোমুখি আজ

ক্রীড়া প্রতিবেদক

পুরুষ ফুটবলে ব্যর্থতার বৃত্তে বন্দি থাকলেও জাতীয় বা সাফ চ্যাম্পিয়নশিপে বয়সভিত্তিক টুর্নামেন্টে নারী ফুটবলাররা বাংলাদেশকে একের পর এক ট্রফি জেতাচ্ছে। গত বছর জাতীয় দল সাফে চ্যাম্পিয়ন হয়। কিছুদিন আগে অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে জয়। আজ থেকে আবার আরেক মিশন। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও ভুটান এবারে অনূর্ধ্ব-১৭ আসরে অংশ নেবে। তবে প্রথমবার সাফের যে কোনো আসরে রাশিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর সঙ্গে আবার উয়েফার শর্ত জড়িত। তারা যেসব টুর্নামেন্টে অর্থ দেবে তাদের পছন্দের ইউরোপের কোনো দলকে সুযোগ করে দিতে হবে।

রাশিয়া খেলছে তাই অনেকের ধারণা তাদের মেয়েরাই এ আসরে চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশের কোচ গোলাম রব্বানি ছোটন তা মানতে নারাজ। তাঁর কথা ফুটবলে রাশিয়া শক্তিশালী দেশ। তবে বয়স ভিত্তিকের বিষয়টি আলাদা। এখানে লড়াই হবে সমান সমান। বাংলাদেশের লক্ষ্য একটাই- শিরোপা। আজ কমলাপুর শহীদ বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের প্রথম দিনে বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের। সন্ধ্যা ৭টায় ম্যাচ শুরু হবে। তার আগে বিকাল ৩টায় নেপাল ও ভারত লড়বে। টুর্নামেন্টে শীর্ষে পয়েন্ট থাকা দল চ্যাম্পিয়ন হবে।

 

সর্বশেষ খবর